আদালতে মামলা নিষ্পত্তির পর সিরির গোপনীয়তা নীতির ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করল অ্যাপল। পাঁচ বছর আগে দায়ের করা মামলাটির অভিযোগ ছিল যে, কোম্পানিটির তৈরি ভার্চুয়াল সহকারী ‘সিরি’ ব্যবহারকারীর অজান্তেই তাদের কথোপকথন রেকর্ড করে। সেই সঙ্গে তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য সরবরাহ করে, বিশেষ করে বিজ্ঞাপনদাতাদের কাছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে কোম্পানিটি নিশ্চিত করেছে, সিরির ডেটা কখনো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করেনি অ্যাপল।
বিষয়টি নিয়ে গত বুধবার এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘অ্যাপল কখনো সিরি ডেটা ব্যবহার করে মার্কেটিং প্রোফাইল তৈরি করেনি, কখনো তা বিজ্ঞাপনের জন্য অন্য কোম্পানির কাছে পাঠায়নি এবং কখনো তা কোনো উদ্দেশ্যে অন্য কারও কাছে বিক্রি করেনি।’
২০১৯ সালের ক্লাস-অ্যাকশন মামলার নিষ্পত্তির পর বিবৃতিটি প্রকাশিত হয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই মামলা দাখিল করা হয়। মামলায় বলা হয়েছিল, ব্যবহারকারীদের কোনো নির্দেশনা ছাড়াই সিরি সক্রিয় হয়ে উঠত এবং ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করত।
এই একই মামলার ২০২১ সালের একটি ফাইলে বিস্তারিত উল্লেখ করা হয়। অভিযোগকারীরা বলেন, ‘এয়ার জর্ডান’ ও ‘অলিভ গার্ডেন’-এর মতো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে আলোচনা করার পর সেই ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন সাফারি ব্রাউজারে এবং তৃতীয় পক্ষের অ্যাপসে প্রদর্শিত হচ্ছে। এর ফলে অভিযোগকারীদের আইনজীবীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, অ্যাপল অবশ্যই ওই সিরি রেকর্ডিংগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করেছে।
তবে কোম্পানিটি বলেছে, গুণগত মান পরীক্ষার জন্য তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোর কাছে সিরির রেকর্ডিংগুলো পাঠিয়েছে অ্যাপল। কিন্তু তারা কখনো সিরি ডেটা টার্গেটেড বিজ্ঞাপনের জন্য বিক্রি করেনি।
অ্যাপল এই ক্লাস অ্যাকশন মামলাটি নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে। চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার প্রাথমিক নিষ্পত্তি করার আবেদনও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মামলা নিষ্পত্তির অংশ হিসেবে অ্যাপল সিরি ব্যবহারকারীদের জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পরিমাণ তহবিল গঠন করবে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া, মামলার শর্ত অনুযায়ী, সিরি মাধ্যমে সংগৃহীত সব কথোপকথনের তথ্য মুছে ফেলতে হবে অ্যাপলকে। সিরির মাধ্যমে ভয়েস ডেটা সংগ্রহ করার সময় ব্যবহারকারীদের সম্মতি আরও গুরুত্বসহকারে নিতে হবে।
২০১৪ ও ২০১৬ সালে ফেসবুকের বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়। তবে মার্ক জাকারবার্গ এ ধরনের অভিযোগ সরাসরি নাকচ করে দেন। এরপর ২০১৮ সালে কংগ্রেসের সামনে ক্যামব্রিজ অ্যানালিটিক কেলেঙ্কারি নিয়ে চাপের সম্মুখীন হওয়ার সময় সরাসরি গুজবগুলো খারিজ করেন মার্ক জাকারবার্গ।
উল্লেখ্য, ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি হলো ২০১৮ সালে ফেসবুকের বিরুদ্ধে উত্থাপিত বড় অভিযোগ। সেখানে বলা হয়েছিল, ব্রিটিশ ডেটা বিশ্লেষণ কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ফেসবুক ডেটা সংগ্রহ করেছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে বিশেষ করে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: ম্যাশেবল ও দ্য ভার্জ
আদালতে মামলা নিষ্পত্তির পর সিরির গোপনীয়তা নীতির ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করল অ্যাপল। পাঁচ বছর আগে দায়ের করা মামলাটির অভিযোগ ছিল যে, কোম্পানিটির তৈরি ভার্চুয়াল সহকারী ‘সিরি’ ব্যবহারকারীর অজান্তেই তাদের কথোপকথন রেকর্ড করে। সেই সঙ্গে তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য সরবরাহ করে, বিশেষ করে বিজ্ঞাপনদাতাদের কাছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে কোম্পানিটি নিশ্চিত করেছে, সিরির ডেটা কখনো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করেনি অ্যাপল।
বিষয়টি নিয়ে গত বুধবার এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘অ্যাপল কখনো সিরি ডেটা ব্যবহার করে মার্কেটিং প্রোফাইল তৈরি করেনি, কখনো তা বিজ্ঞাপনের জন্য অন্য কোম্পানির কাছে পাঠায়নি এবং কখনো তা কোনো উদ্দেশ্যে অন্য কারও কাছে বিক্রি করেনি।’
২০১৯ সালের ক্লাস-অ্যাকশন মামলার নিষ্পত্তির পর বিবৃতিটি প্রকাশিত হয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই মামলা দাখিল করা হয়। মামলায় বলা হয়েছিল, ব্যবহারকারীদের কোনো নির্দেশনা ছাড়াই সিরি সক্রিয় হয়ে উঠত এবং ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করত।
এই একই মামলার ২০২১ সালের একটি ফাইলে বিস্তারিত উল্লেখ করা হয়। অভিযোগকারীরা বলেন, ‘এয়ার জর্ডান’ ও ‘অলিভ গার্ডেন’-এর মতো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে আলোচনা করার পর সেই ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন সাফারি ব্রাউজারে এবং তৃতীয় পক্ষের অ্যাপসে প্রদর্শিত হচ্ছে। এর ফলে অভিযোগকারীদের আইনজীবীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, অ্যাপল অবশ্যই ওই সিরি রেকর্ডিংগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করেছে।
তবে কোম্পানিটি বলেছে, গুণগত মান পরীক্ষার জন্য তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোর কাছে সিরির রেকর্ডিংগুলো পাঠিয়েছে অ্যাপল। কিন্তু তারা কখনো সিরি ডেটা টার্গেটেড বিজ্ঞাপনের জন্য বিক্রি করেনি।
অ্যাপল এই ক্লাস অ্যাকশন মামলাটি নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে। চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার প্রাথমিক নিষ্পত্তি করার আবেদনও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মামলা নিষ্পত্তির অংশ হিসেবে অ্যাপল সিরি ব্যবহারকারীদের জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পরিমাণ তহবিল গঠন করবে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া, মামলার শর্ত অনুযায়ী, সিরি মাধ্যমে সংগৃহীত সব কথোপকথনের তথ্য মুছে ফেলতে হবে অ্যাপলকে। সিরির মাধ্যমে ভয়েস ডেটা সংগ্রহ করার সময় ব্যবহারকারীদের সম্মতি আরও গুরুত্বসহকারে নিতে হবে।
২০১৪ ও ২০১৬ সালে ফেসবুকের বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়। তবে মার্ক জাকারবার্গ এ ধরনের অভিযোগ সরাসরি নাকচ করে দেন। এরপর ২০১৮ সালে কংগ্রেসের সামনে ক্যামব্রিজ অ্যানালিটিক কেলেঙ্কারি নিয়ে চাপের সম্মুখীন হওয়ার সময় সরাসরি গুজবগুলো খারিজ করেন মার্ক জাকারবার্গ।
উল্লেখ্য, ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি হলো ২০১৮ সালে ফেসবুকের বিরুদ্ধে উত্থাপিত বড় অভিযোগ। সেখানে বলা হয়েছিল, ব্রিটিশ ডেটা বিশ্লেষণ কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ফেসবুক ডেটা সংগ্রহ করেছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যে বিশেষ করে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: ম্যাশেবল ও দ্য ভার্জ
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৭ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৯ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১০ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১১ ঘণ্টা আগে