ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ এর কেস বাজারে ছেড়েছে অ্যাপল। এয়ারপডস ছাড়া শুধু কেসটি কেনার জন্য গ্রাহকদের ৯৯ ডলার খরচ করতে হবে। প্রিঅর্ডার করা কেসগুলো আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে।
অনেকেই নিজের সব ডিভাইসের জন্য ইউএসবি সি যুক্ত কেবল ব্যবহার করতে চায়। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ একেক ডিভাইসের জন্য একেক কেবল ব্যবহার করা একটি ঝামেলার বিষয়। এছাড়া এয়ারপডসের পুরো সেট কেনার চেয়ে শুধু কেস কেনা সাশ্রয়ী হবে।
সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো ২ এর কেসে সাধারণত লাইটিং পোর্ট যুক্ত থাকে। এ বছরে প্রথমবারের মতো অ্যাপলের ডিভাইসগুলোতে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো ২ এর লাইটনিং কেসের মডেলের চেয়ে ইউএসবি সি যুক্ত কেস ব্যবহারে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ইউএসবি সি যুক্ত কেসগুলো আইপি রেটিং–৫৪। অর্থাৎ এতে ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং অল্প পরিমাণ পানির ছিটলেও কেসটির কোনো ক্ষতি হবে না। এতে ম্যাগসেফ চার্জিং সুবিধাও পাওয়া যাবে।
গ্রাহক এয়ারপডস প্রো এর যে কেসই ব্যবহার করুক না কেন অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট এই মডেলে পাওয়া যাবে। নতুন আপডেটে অ্যাডাপ্টিভ অডিও ও কনভারসেশন ডিটেকশনের মতো ফিচার পাওয়া যাবে।
গত অক্টোবরে আইপ্যাডের জন্য ইউএসবি সি যুক্ত নতুন পেনসিলও নিয়ে এসেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পেনসিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেনসিলের মতো টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি রয়েছে এই মডেলে। আইপ্যাডে নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেনসিলটি নির্ভুলভাবে করতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ এর কেস বাজারে ছেড়েছে অ্যাপল। এয়ারপডস ছাড়া শুধু কেসটি কেনার জন্য গ্রাহকদের ৯৯ ডলার খরচ করতে হবে। প্রিঅর্ডার করা কেসগুলো আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে।
অনেকেই নিজের সব ডিভাইসের জন্য ইউএসবি সি যুক্ত কেবল ব্যবহার করতে চায়। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ একেক ডিভাইসের জন্য একেক কেবল ব্যবহার করা একটি ঝামেলার বিষয়। এছাড়া এয়ারপডসের পুরো সেট কেনার চেয়ে শুধু কেস কেনা সাশ্রয়ী হবে।
সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো ২ এর কেসে সাধারণত লাইটিং পোর্ট যুক্ত থাকে। এ বছরে প্রথমবারের মতো অ্যাপলের ডিভাইসগুলোতে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো ২ এর লাইটনিং কেসের মডেলের চেয়ে ইউএসবি সি যুক্ত কেস ব্যবহারে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ইউএসবি সি যুক্ত কেসগুলো আইপি রেটিং–৫৪। অর্থাৎ এতে ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং অল্প পরিমাণ পানির ছিটলেও কেসটির কোনো ক্ষতি হবে না। এতে ম্যাগসেফ চার্জিং সুবিধাও পাওয়া যাবে।
গ্রাহক এয়ারপডস প্রো এর যে কেসই ব্যবহার করুক না কেন অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট এই মডেলে পাওয়া যাবে। নতুন আপডেটে অ্যাডাপ্টিভ অডিও ও কনভারসেশন ডিটেকশনের মতো ফিচার পাওয়া যাবে।
গত অক্টোবরে আইপ্যাডের জন্য ইউএসবি সি যুক্ত নতুন পেনসিলও নিয়ে এসেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পেনসিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেনসিলের মতো টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি রয়েছে এই মডেলে। আইপ্যাডে নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেনসিলটি নির্ভুলভাবে করতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে