আবির আহসান রুদ্র
লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।
লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।
স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।
মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে।
যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।
অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।
আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার
করে নিতে হবে।
মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–
এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।
সূত্র: গ্যাজেটস নাউ
লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।
লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।
স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।
মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে।
যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।
অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।
আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার
করে নিতে হবে।
মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–
এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।
সূত্র: গ্যাজেটস নাউ
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ মিনিট আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
৪৩ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৫ ঘণ্টা আগে