আবির আহসান রুদ্র
লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।
লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।
স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।
মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে।
যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।
অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।
আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার
করে নিতে হবে।
মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–
এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।
সূত্র: গ্যাজেটস নাউ
লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।
লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।
স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।
মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে।
যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।
অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।
আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার
করে নিতে হবে।
মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–
এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।
সূত্র: গ্যাজেটস নাউ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে