Ajker Patrika

স্ন্যাপচ্যাটের মাই এআই নিরাপদ করতে

আবির আহসান রুদ্র
স্ন্যাপচ্যাটের মাই এআই নিরাপদ করতে

লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।

লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।

স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।

মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে। 

যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।

অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।

আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার 
করে নিতে হবে।

মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–

  • ওপরের প্রক্রিয়ায় লোকেশন শেয়ারিং বন্ধ রাখুন।
  • যেকোনো ধরনের ভুল বা অসামঞ্জস্যতা রুখতে স্ন্যাপচ্যাটের সাপোর্ট টিমের কাছে অভিযোগ করুন।

এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে। 

সূত্র: গ্যাজেটস নাউ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত