ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড থেকে শুরু করে অনেক অ্যাকাউন্ট থেকেই নিয়মিত ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। তবে শিডিউল পোস্ট ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।
থার্ড পার্ট অ্যাপ ছাড়াও দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যায়। একটি হলো—ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে ও অপরটি হলো—‘মেটা বিজনেস সুইট’ ব্যবহার করে। তবে পোস্ট শিডিউল করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি একটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এই অপশন ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাবে না।
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোষ্ট ও রিলস শিডিউল করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোস্ট ও রিলস শেয়ার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনের ইনস্টাগ্রামে অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ বাটনে ট্যাপ করুন। ফলে আপনার গ্যালারি দেখা যাবে ও ক্যামেরা চালু হবে। ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করুন অথবা যে ছবি, ভিডিও পোস্ট করতে চান তার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৩. কনটেন্টটি পছন্দের মতো এডিট করুন এবং ক্যাপশন যুক্ত করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘শিডিউল দিস পোস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এর ফলে একটি পপআপ ক্যালেন্ডার মেনু দেখা যাবে। এটি দিয়ে স্ক্রল করে তারিখ ও সময় নির্বাচন করুন। ইনস্টাগ্রামের পোস্ট সর্বাধিক ৭৫ দিন পর্যন্ত আগাম শিডিউল করা যায়।
৭. এরপর ডান অপশনে ট্যাপ করুন। আবার তারিখ-সময় পরিবর্তন করতে চাইলে ‘কনটিনিউ শিডিউলিং’ অপশনে ট্যাপ করুন।
৮. শেষে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এভাবে নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করবেন যেভাবে
ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের পোস্টগুলো একই সঙ্গে ব্যবস্থাপনা করার জন্য মেটার বিজনেস টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন, শিডিউল ও পোস্ট তৈরির মতো বিভিন্ন কাজ করার যায়।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার বা ফোন থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করুন। এরপর এই ওয়েবসাইট সার্চ করুন।
২. নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম বা ফেসবুক কোন প্ল্যাটফর্মে পোস্ট করতে চান তা নির্বাচন করা যাবে। ।
৪. ইনস্টাগ্রাম নির্বাচন করুন। এরপর নতুন একটি উইন্ডো চালু হবে।
৫. ‘অ্যাড ফটোস ও ভিডিও’ অপশনে ট্যাপ করুন। পছন্দের কনটেন্ট বাছাই করুন। একই সঙ্গে ১০টি ভিডিও বা ছবি নির্বাচন করা যাবে।
৬. পছন্দের মতো ক্যাপশন টাইপ করুন।
৭. ক্যাপশন বক্সের নিচে ‘শিডিউলিং অপশনস’–এর পাশে ‘সেট ডেট অ্যান্ড টাইম’ টগল বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি উইন্ডো চালু হবে। এর থেকে তারিখ ও সময় নির্বাচন করুন।
৯. ‘বাঁ পাশের নিচে ‘শিডিউল’ অপশনে ক্লিক করুন।
তথ্যসূত্র: রিকুরপোস্ট
ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড থেকে শুরু করে অনেক অ্যাকাউন্ট থেকেই নিয়মিত ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। তবে শিডিউল পোস্ট ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।
থার্ড পার্ট অ্যাপ ছাড়াও দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যায়। একটি হলো—ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে ও অপরটি হলো—‘মেটা বিজনেস সুইট’ ব্যবহার করে। তবে পোস্ট শিডিউল করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি একটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এই অপশন ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাবে না।
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোষ্ট ও রিলস শিডিউল করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোস্ট ও রিলস শেয়ার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনের ইনস্টাগ্রামে অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ বাটনে ট্যাপ করুন। ফলে আপনার গ্যালারি দেখা যাবে ও ক্যামেরা চালু হবে। ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করুন অথবা যে ছবি, ভিডিও পোস্ট করতে চান তার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৩. কনটেন্টটি পছন্দের মতো এডিট করুন এবং ক্যাপশন যুক্ত করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘শিডিউল দিস পোস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এর ফলে একটি পপআপ ক্যালেন্ডার মেনু দেখা যাবে। এটি দিয়ে স্ক্রল করে তারিখ ও সময় নির্বাচন করুন। ইনস্টাগ্রামের পোস্ট সর্বাধিক ৭৫ দিন পর্যন্ত আগাম শিডিউল করা যায়।
৭. এরপর ডান অপশনে ট্যাপ করুন। আবার তারিখ-সময় পরিবর্তন করতে চাইলে ‘কনটিনিউ শিডিউলিং’ অপশনে ট্যাপ করুন।
৮. শেষে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এভাবে নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করবেন যেভাবে
ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের পোস্টগুলো একই সঙ্গে ব্যবস্থাপনা করার জন্য মেটার বিজনেস টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন, শিডিউল ও পোস্ট তৈরির মতো বিভিন্ন কাজ করার যায়।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার বা ফোন থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করুন। এরপর এই ওয়েবসাইট সার্চ করুন।
২. নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম বা ফেসবুক কোন প্ল্যাটফর্মে পোস্ট করতে চান তা নির্বাচন করা যাবে। ।
৪. ইনস্টাগ্রাম নির্বাচন করুন। এরপর নতুন একটি উইন্ডো চালু হবে।
৫. ‘অ্যাড ফটোস ও ভিডিও’ অপশনে ট্যাপ করুন। পছন্দের কনটেন্ট বাছাই করুন। একই সঙ্গে ১০টি ভিডিও বা ছবি নির্বাচন করা যাবে।
৬. পছন্দের মতো ক্যাপশন টাইপ করুন।
৭. ক্যাপশন বক্সের নিচে ‘শিডিউলিং অপশনস’–এর পাশে ‘সেট ডেট অ্যান্ড টাইম’ টগল বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি উইন্ডো চালু হবে। এর থেকে তারিখ ও সময় নির্বাচন করুন।
৯. ‘বাঁ পাশের নিচে ‘শিডিউল’ অপশনে ক্লিক করুন।
তথ্যসূত্র: রিকুরপোস্ট
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে