প্রযুক্তি ডেস্ক
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে