চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে