আজকের পত্রিকা ডেস্ক
লেখকদের দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলার (প্রায় ১.১১ বিলিয়ন পাউন্ড) পরিশোধ করতে সম্মত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। লেখকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাঁদের বই অনুমতি ছাড়াই ব্যবহার করেছে ক্লদ নামে এআই চ্যাটবট প্রশিক্ষণের জন্য।
এই নিষ্পত্তি যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম অলসাপের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মামলাকারী লেখকদের আইনজীবীদের মতে, আদালতের সম্মতি পেলে এটি ইতিহাসে সবচেয়ে বড় কপিরাইট ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে।
দুই মাস আগে জজ অলসাপ রায় দিয়েছিলেন, বই ব্যবহার করে এআই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করে না, তবে অ্যানথ্রোপিককে চুরি করা উপকরণ ব্যবহারের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে বলে আদেশ দেন।
গত শুক্রবার এক বিবৃতিতে অ্যানথ্রোপিক জানায়, এই রফার মাধ্যমে বিচারাধীন সব ‘লেগাসি ক্লেইমস’ নিষ্পত্তি হবে। প্রতিষ্ঠানটি বরাবরই নিজেদের প্রতিযোগীদের তুলনায় নৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করে আসছে।
অ্যানথ্রোপিকের ডেপুটি জেনারেল কাউন্সেল অপর্ণা শ্রীধর বলেন, ‘আমরা নিরাপদ এআই সিস্টেম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে, বৈজ্ঞানিক উদ্ভাবন এগিয়ে নিতে এবং জটিল সমস্যা সমাধানে সহায়তা করবে।’
উল্লেখ্য, অ্যানথ্রোপিককে সমর্থন দিচ্ছে আমাজন ও গুগলের মালিকানাধীন অ্যালফাবেট।
২০২৪ সালে দায়ের করা মামলায় বেস্ট সেলিং থ্রিলার লেখক আন্দ্রেয়া বার্টজ। অভিযোগ করেন, তাঁর বই চুরি করে ক্লদ এআই প্রশিক্ষিত হয়েছে। মামলার অন্য দুজন লেখক হলেন ‘দ্য গুড নার্স’-এর লেখক চার্লস গ্র্যাবার ও ‘দ্য ফেদার থিফ’-এর লেখক কার্ক ওয়ালেস জনসন।
তাঁদের অভিযোগ, অ্যানথ্রোপিক ৭ মিলিয়ন বা ৭০ লাখের বেশি চুরি করা বই সংরক্ষণ করে এবং সেগুলো ব্যবহার করে বহু বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে।
ডিসেম্বরে প্রতিষ্ঠানটির বিচার শুরু হওয়ার কথা ছিল, তার আগেই এই রফা হলো।
লেখকদের আইনজীবী জাস্টিন নেলসন বলেন, ‘এআই যুগে এটিই প্রথম এমন নিষ্পত্তি। এটি শুধু অর্থবহ ক্ষতিপূরণই নিশ্চিত করছে না, বরং ভবিষ্যতের জন্য একটি নজির স্থাপন করছে—এআই কোম্পানিগুলোকে কনটেন্টের মূল মালিকদের অর্থ প্রদান করতে হবে।’
লন্ডন বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট সায়েন্স ও অপারেশনসের অধ্যাপক অ্যালেক্স ইয়াং বলেন, ‘এআই প্রশিক্ষণের জন্য মানবিক কনটেন্ট জরুরি। যদি এআইভিত্তিক উৎপাদিত কনটেন্টের কপিরাইট বাড়ানো হয়, তবে মানুষের তৈরি কনটেন্টের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করাও জরুরি।’
এদিকে, অ্যানথ্রোপিকের পাশাপাশি ওপেনএআই, মাইক্রোসফট ও মেটার বিরুদ্ধেও একই ধরনের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা চলছে।
তথ্যসূত্র: বিবিসি
লেখকদের দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলার (প্রায় ১.১১ বিলিয়ন পাউন্ড) পরিশোধ করতে সম্মত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। লেখকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাঁদের বই অনুমতি ছাড়াই ব্যবহার করেছে ক্লদ নামে এআই চ্যাটবট প্রশিক্ষণের জন্য।
এই নিষ্পত্তি যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম অলসাপের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মামলাকারী লেখকদের আইনজীবীদের মতে, আদালতের সম্মতি পেলে এটি ইতিহাসে সবচেয়ে বড় কপিরাইট ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে।
দুই মাস আগে জজ অলসাপ রায় দিয়েছিলেন, বই ব্যবহার করে এআই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করে না, তবে অ্যানথ্রোপিককে চুরি করা উপকরণ ব্যবহারের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে বলে আদেশ দেন।
গত শুক্রবার এক বিবৃতিতে অ্যানথ্রোপিক জানায়, এই রফার মাধ্যমে বিচারাধীন সব ‘লেগাসি ক্লেইমস’ নিষ্পত্তি হবে। প্রতিষ্ঠানটি বরাবরই নিজেদের প্রতিযোগীদের তুলনায় নৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করে আসছে।
অ্যানথ্রোপিকের ডেপুটি জেনারেল কাউন্সেল অপর্ণা শ্রীধর বলেন, ‘আমরা নিরাপদ এআই সিস্টেম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে, বৈজ্ঞানিক উদ্ভাবন এগিয়ে নিতে এবং জটিল সমস্যা সমাধানে সহায়তা করবে।’
উল্লেখ্য, অ্যানথ্রোপিককে সমর্থন দিচ্ছে আমাজন ও গুগলের মালিকানাধীন অ্যালফাবেট।
২০২৪ সালে দায়ের করা মামলায় বেস্ট সেলিং থ্রিলার লেখক আন্দ্রেয়া বার্টজ। অভিযোগ করেন, তাঁর বই চুরি করে ক্লদ এআই প্রশিক্ষিত হয়েছে। মামলার অন্য দুজন লেখক হলেন ‘দ্য গুড নার্স’-এর লেখক চার্লস গ্র্যাবার ও ‘দ্য ফেদার থিফ’-এর লেখক কার্ক ওয়ালেস জনসন।
তাঁদের অভিযোগ, অ্যানথ্রোপিক ৭ মিলিয়ন বা ৭০ লাখের বেশি চুরি করা বই সংরক্ষণ করে এবং সেগুলো ব্যবহার করে বহু বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে।
ডিসেম্বরে প্রতিষ্ঠানটির বিচার শুরু হওয়ার কথা ছিল, তার আগেই এই রফা হলো।
লেখকদের আইনজীবী জাস্টিন নেলসন বলেন, ‘এআই যুগে এটিই প্রথম এমন নিষ্পত্তি। এটি শুধু অর্থবহ ক্ষতিপূরণই নিশ্চিত করছে না, বরং ভবিষ্যতের জন্য একটি নজির স্থাপন করছে—এআই কোম্পানিগুলোকে কনটেন্টের মূল মালিকদের অর্থ প্রদান করতে হবে।’
লন্ডন বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট সায়েন্স ও অপারেশনসের অধ্যাপক অ্যালেক্স ইয়াং বলেন, ‘এআই প্রশিক্ষণের জন্য মানবিক কনটেন্ট জরুরি। যদি এআইভিত্তিক উৎপাদিত কনটেন্টের কপিরাইট বাড়ানো হয়, তবে মানুষের তৈরি কনটেন্টের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করাও জরুরি।’
এদিকে, অ্যানথ্রোপিকের পাশাপাশি ওপেনএআই, মাইক্রোসফট ও মেটার বিরুদ্ধেও একই ধরনের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা চলছে।
তথ্যসূত্র: বিবিসি
ফেসবুকের শুরুর দিকের জনপ্রিয় ছিল ‘পোক’ ফিচারটি। সময়ের সঙ্গে এটি প্রায় অপ্রচলিত হয়ে গেলেও, সম্প্রতি তরুণ ব্যবহারকারীদের মধ্যে পোকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে, ফেসবুক এখন এই পুরোনো ফিচারটিকে আরও গুরুত্ব দিয়ে সামনে আনছে।
৪ ঘণ্টা আগেওপেন সোর্স সফটওয়্যার আন্দোলনের জগৎ রঙিন চরিত্র আর ব্যতিক্রমী কাহিনিতে ভরা। তবে এসবের ভিড়ে সবচেয়ে বিস্ময়কর যেসব গল্প পাওয়া যায়, সেটি নিঃসন্দেহে অপারেটিং সিস্টেম টেম্পলওএস–কে ঘিরে। এই সিস্টেম তৈরির কাহিনি একই সঙ্গে অদ্ভুত, অবাক করা ও বিষণ্ন!
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর চাকরি খোঁজার প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। প্ল্যাটফর্মটি এআই ব্যবহার করে উপযোগী চাকরিপ্রার্থী ও কোম্পানির মধ্যে সংযোগ তৈরি করবে। এই সেবার নাম দেওয়া হয়েছে ‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’। আগামী ২০২৬ সালের মাঝামাঝি এটি চালু হওয়ার...
৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলার বোর্ড। এটি কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় সিইওর বেতন প্যাকেজ, যা মাস্কের টেসলা ও কোম্পানিটির ভবিষ্যৎ রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর তার প্রভাবকে আবারও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
১০ ঘণ্টা আগে