Ajker Patrika

বিটিসিএলের সেবা নিয়ে ১৬৪০২ নম্বরে অভিযোগ দেওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিটিসিএলের সেবা নিয়ে ১৬৪০২ নম্বরে অভিযোগ দেওয়া যাবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিসিএল নিয়ে ১৬৪০২ নম্বরে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ পরামর্শ দেন তিনি। 

ফেসবুকে প্রতিমন্ত্রীকে ট্যাগ করে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ইন্টারনেট সেবা নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন। দুপুর আড়াইটায় করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, অফিসে বিটিসিএল এবং বেসরকারি দুটি ইন্টারনেট সংযোগ রয়েছে। সকাল ১১টায় সিটি করপোরেশন বাংলামোটর এলাকার সব ইন্টারনেটের তার কেটে দিয়েছে। অফিস থেকে কয়েক দফা নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করা হয়েছে। প্রথমবার বলা হয়, তার কাটা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। ঘণ্টাখানেক পর আবার যোগাযোগ করলে বলেন, লোক পাঠাচ্ছেন। দুই ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে, জানানো হয়, আজ লাইন ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে মডেম কানেক্ট করে অফিস চালানোর চেষ্টা করছেন। কিন্তু ইন্টারনেট ভীষণ ধীরগতির। তিনি প্রশ্ন রাখেন, এত সমন্বয়হীনতা কেন? সিটি করপোরেশন এবং বিটিসিএল দুটিই তো সরকারি প্রতিষ্ঠান। প্রতিমন্ত্রীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আজ অফিস চালাব কীভাবে ভাইয়া?’ 

জবাবে প্রতিমন্ত্রী লেখেন, ‘টেকিং অ্যাকশন।’ এরপর প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান অভিযোগকারী। 

সেই পোস্টে প্রতিমন্ত্রী বিটিসিএল কলসেন্টারের ১৬৪০২ নম্বরে অভিযোগ দেওয়ার আহ্বান জানান। বিটিসিএলের কোনো গ্রাহক যাতে হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্কও করেন তিনি। 

এ নিয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়নকাজ চলাকালীন কিংবা অন্য যে কোনো কারণে বিটিসিএলের টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের তাৎক্ষণিক যোগাযোগ করার জন অনুরোধ করা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত