আপাতদৃষ্টিতে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ সিরিজটি আগের মডেলের মতোই। কিন্তু এতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের প্রতিবেদন অনুযায়ী, যে কোনো পরিবেশে ব্যবহারকারীর চোখে আরাম দিতে মডেলটির ডিসপ্লের উজ্জ্বলতা (ব্রাইটনেস) বাড়ানো হয়েছে।
কয়েক বছর ধরেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ডিসপ্লের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন, এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ সিরিজের ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস।
নিট হলো ডিসপ্লের উজ্জ্বলতা পরিমাপের একটি একক।
সাধারণ ও ভাঁজ করা স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে ভাঁজ করা প্যানেলে একইরকম উজ্জ্বলতা পাওয়া যায় না। অর্থাৎ যখন ফোনটি ঘরের বাইরে সরাসরি সূর্যের আলোর মধ্যে ব্যবহার করা হয় তখন ডিসপ্লে ভালো মতো দেখা যায় না। এ কারণে ভাঁজ করা ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে স্যামসাং।
গত বছরের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ সিরিজটির ব্রাইটনেস ছিল ১ হাজার ৩০০ নিটস। এবারের মডেলের সঙ্গে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এর প্যানেলের আকার ও আয়তনে মিল রয়েছে। কিন্তু গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে প্যানেল আরও ভালো। এর ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস। যা গ্যালাক্সি এস ২৩ সিরিজের সমান।
এর ফলে তীব্র সূর্যালোকের মধ্যেও গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে দেখতে সমস্যা হবে না। চোখের জন্য আরামদায়ক হবে।
নতুন ফোনটির প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডারে মূল্যছাড়ও রয়েছে।
আপাতদৃষ্টিতে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ সিরিজটি আগের মডেলের মতোই। কিন্তু এতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের প্রতিবেদন অনুযায়ী, যে কোনো পরিবেশে ব্যবহারকারীর চোখে আরাম দিতে মডেলটির ডিসপ্লের উজ্জ্বলতা (ব্রাইটনেস) বাড়ানো হয়েছে।
কয়েক বছর ধরেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ডিসপ্লের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন, এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ সিরিজের ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস।
নিট হলো ডিসপ্লের উজ্জ্বলতা পরিমাপের একটি একক।
সাধারণ ও ভাঁজ করা স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে ভাঁজ করা প্যানেলে একইরকম উজ্জ্বলতা পাওয়া যায় না। অর্থাৎ যখন ফোনটি ঘরের বাইরে সরাসরি সূর্যের আলোর মধ্যে ব্যবহার করা হয় তখন ডিসপ্লে ভালো মতো দেখা যায় না। এ কারণে ভাঁজ করা ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে স্যামসাং।
গত বছরের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ সিরিজটির ব্রাইটনেস ছিল ১ হাজার ৩০০ নিটস। এবারের মডেলের সঙ্গে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এর প্যানেলের আকার ও আয়তনে মিল রয়েছে। কিন্তু গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে প্যানেল আরও ভালো। এর ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস। যা গ্যালাক্সি এস ২৩ সিরিজের সমান।
এর ফলে তীব্র সূর্যালোকের মধ্যেও গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে দেখতে সমস্যা হবে না। চোখের জন্য আরামদায়ক হবে।
নতুন ফোনটির প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডারে মূল্যছাড়ও রয়েছে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে