মাইক্রোসফট সমর্থিত কোম্পানি ওপেনে নিয়ে এল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন মডেল জিপিটি–৪ টার্বো। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে। চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রিপশন ফি কমানোরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৬ নভেম্বর এক ইভেন্টে জিপিটি–৪ টার্বো নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও সেখানে ছিলেন।
ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেন, গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। আগের মডেলের চেয়ে এটি আরও শক্তিশালী। তবে এসব আপডেট চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা ব্যবহার করতে পারবে।
জিপিটি–৪ টার্বো প্রিভিউতে পাচ্ছেন ডেভেলপাররা। আগামী সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ওপেনএআই বলেছে, ডেভেলপারদের জন্য জিপিটি–৪ টার্বোর দাম কমানো হয়েছে।
জিপিটি–৪ টার্বো কি
এআই মডেলের সর্বশেষ সংস্করণ হল জিপিটি–৪ টার্বো। এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত এটি বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে। আগের সংস্করণগুলি জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য জানাতে পারত এবং এগুলো ৩ হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
অল্টম্যান বলেন, বিশ্ব সম্পর্কে জিপিটির জ্ঞান যে ২০২১ সালেই শেষ হয়ে গেছে, তাতে অনেকের মতো আমরাও বিরক্ত।
এমনকি ডাল–ই ৩ এর তৈরি ছবি ও টেক্সট-টু-স্পিচ সমর্থন করবে জিপিটি–৪ টার্বো। এতে ছয়টি কণ্ঠ যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের পছন্দের কণ্ঠ নির্বাচন করে এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর শুনতে পারবে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম চ্যাটবট তৈরি করতে সক্ষম হবে। বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের চ্যাটজিপটিতে নিজস্ব ডেটা আপলোড করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চ্যাটবটকে নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও কাস্টমাইজও করা যাবে। গ্রাহকরা অনেক জায়গায় ব্যক্তিকৃত এআই চ্যাটবট দেখতে পাবে। এর মধ্যে আছে গ্রাহকদের নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও ওয়েবসাইট।
কোম্পানি বলছে, যে কেউ সহজেই নিজস্ব জিপিটি তৈরি করতে পারবে। এর জন্য কোডিংয়ের প্রয়োজন নেই। নিজের ব্যবহারের জন্য বা কোম্পানির অভ্যন্তরে বা সবার ব্যবহারের জন্য তৈরি করা যাবে। কথোপকথন শুরুর মতোই এটি তৈরিও সহজ, শুধু নির্দেশনা ও একটু বাড়তি জ্ঞান দিতে হবে। ওয়েব সার্চ, ছবি তৈরি করা বা ডেটা বিশ্লেষণ যেমনভাবে করে, তেমনি ব্যক্তিকৃত জিপিটি তৈরির কাজও করতে পারে।
কোম্পানি বলেছে, জিপিটি–৪ টার্বো ইনপুট টোকেন জিপিটি–৪ থেকে ৩ গুণ সস্তায় মাত্র ১ সেন্টে পাওয়া যাবে। আর আউটপুট টোকেন দ্বিগুণ সস্তায় মাত্র ৩ সেন্টে মিলবে।
অর্থাৎ এআই মডেলগুলি ব্যবহারের সময় ডেভেলপারসহ কোম্পানির ব্যবহারকারীদের আগের চেয়ে অনেক কম খরচ হবে।
ওপেনএআই অ্যাপ স্টোরেও নতুন সংস্করণ চালু করেছে। জিপিটি স্টোর ব্যবহারকারীদের জিপিটি মডেল তৈরি করতে ও সর্বজনীন ডাউনলোড করার অনুমতি দেবে। ভবিষ্যতে তাদের তৈরি মডেলের ব্যবহারের সংখ্যার ওপর ভিত্তি করে গ্রাহকেরা অর্থ উপার্জন করতে সক্ষম হবে।
মাইক্রোসফট সমর্থিত কোম্পানি ওপেনে নিয়ে এল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন মডেল জিপিটি–৪ টার্বো। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে। চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রিপশন ফি কমানোরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৬ নভেম্বর এক ইভেন্টে জিপিটি–৪ টার্বো নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও সেখানে ছিলেন।
ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেন, গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। আগের মডেলের চেয়ে এটি আরও শক্তিশালী। তবে এসব আপডেট চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা ব্যবহার করতে পারবে।
জিপিটি–৪ টার্বো প্রিভিউতে পাচ্ছেন ডেভেলপাররা। আগামী সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ওপেনএআই বলেছে, ডেভেলপারদের জন্য জিপিটি–৪ টার্বোর দাম কমানো হয়েছে।
জিপিটি–৪ টার্বো কি
এআই মডেলের সর্বশেষ সংস্করণ হল জিপিটি–৪ টার্বো। এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত এটি বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে। আগের সংস্করণগুলি জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য জানাতে পারত এবং এগুলো ৩ হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
অল্টম্যান বলেন, বিশ্ব সম্পর্কে জিপিটির জ্ঞান যে ২০২১ সালেই শেষ হয়ে গেছে, তাতে অনেকের মতো আমরাও বিরক্ত।
এমনকি ডাল–ই ৩ এর তৈরি ছবি ও টেক্সট-টু-স্পিচ সমর্থন করবে জিপিটি–৪ টার্বো। এতে ছয়টি কণ্ঠ যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের পছন্দের কণ্ঠ নির্বাচন করে এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর শুনতে পারবে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম চ্যাটবট তৈরি করতে সক্ষম হবে। বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের চ্যাটজিপটিতে নিজস্ব ডেটা আপলোড করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চ্যাটবটকে নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও কাস্টমাইজও করা যাবে। গ্রাহকরা অনেক জায়গায় ব্যক্তিকৃত এআই চ্যাটবট দেখতে পাবে। এর মধ্যে আছে গ্রাহকদের নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও ওয়েবসাইট।
কোম্পানি বলছে, যে কেউ সহজেই নিজস্ব জিপিটি তৈরি করতে পারবে। এর জন্য কোডিংয়ের প্রয়োজন নেই। নিজের ব্যবহারের জন্য বা কোম্পানির অভ্যন্তরে বা সবার ব্যবহারের জন্য তৈরি করা যাবে। কথোপকথন শুরুর মতোই এটি তৈরিও সহজ, শুধু নির্দেশনা ও একটু বাড়তি জ্ঞান দিতে হবে। ওয়েব সার্চ, ছবি তৈরি করা বা ডেটা বিশ্লেষণ যেমনভাবে করে, তেমনি ব্যক্তিকৃত জিপিটি তৈরির কাজও করতে পারে।
কোম্পানি বলেছে, জিপিটি–৪ টার্বো ইনপুট টোকেন জিপিটি–৪ থেকে ৩ গুণ সস্তায় মাত্র ১ সেন্টে পাওয়া যাবে। আর আউটপুট টোকেন দ্বিগুণ সস্তায় মাত্র ৩ সেন্টে মিলবে।
অর্থাৎ এআই মডেলগুলি ব্যবহারের সময় ডেভেলপারসহ কোম্পানির ব্যবহারকারীদের আগের চেয়ে অনেক কম খরচ হবে।
ওপেনএআই অ্যাপ স্টোরেও নতুন সংস্করণ চালু করেছে। জিপিটি স্টোর ব্যবহারকারীদের জিপিটি মডেল তৈরি করতে ও সর্বজনীন ডাউনলোড করার অনুমতি দেবে। ভবিষ্যতে তাদের তৈরি মডেলের ব্যবহারের সংখ্যার ওপর ভিত্তি করে গ্রাহকেরা অর্থ উপার্জন করতে সক্ষম হবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে