Ajker Patrika

অডিও সানগ্লাস সোলোস এয়ার গো-৩

আবির আহসান রুদ্র
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮: ০০
অডিও সানগ্লাস সোলোস এয়ার গো-৩

সোলোস এয়ার গো-৩ মূলত অডিও সানগ্লাস। দেখতে অনেকটা সাধারণ ফ্রেমের মতো। তবে বাড়তি হিসেবে এতে থাকছে চ্যাটজিপিটি ফিচার। ডিসপ্লে না থাকলেও চলার পথে উন্নত মানের পরিধানযোগ্য এআইয়ের অভিজ্ঞতা দেবে ডিভাইসটি। এতে বাইরের অতিরিক্ত আওয়াজ দূর করে কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তি ‘হুইসপার’ যুক্ত করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গাড়িতে গান চালানোর নির্দেশনা সঠিকভাবে বুঝতে পারে সোলোস এয়ার গো-৩। বাংলাদেশি মুদ্রায় ডিভাইসটির দাম প্রায় ২২ হাজার টাকা।

বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস। 

বাক্সবন্দী অবস্থা থেকে খোলার পর শুরুতেই ইনস্টল করার প্রক্রিয়া শেষ করে নিতে হবে। চ্যাটজিপিটি অ্যাপ অবশ্য ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে এয়ারপডে ব্যবহার করা যায়। তবে এতে কণ্ঠ শনাক্তকারী হুইসপারের সুবিধা পাওয়া যাবে না। এদিক থেকে চিন্তা করলে চশমাটি চ্যাটজিপিটির একটি পরিধানযোগ্য ইন্টারফেস।     

সোলোসের ফ্রেমে আরও আছে স্মার্টহিঞ্জ ফিচার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে (যেমন খেলাধুলা, ফ্যাশন কিংবা অফিস) কেন্দ্র করে সামনের দিকের ফ্রেম পরিবর্তন করা যাবে। চার্জের জন্য আছে টাইপ সি কেব্‌ল। একবার চার্জ দিলে ১০ ঘণ্টার মতো চলবে এটি। তবে চার্জ না থাকলেও দৃষ্টি সংশোধন ফিচার সব সময় কাজ করবে।

ছবি: সংগৃহীতএয়ার গো-৩ মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস। অন্যান্য স্মার্টগ্লাস ছবি তোলা, ভিডিও রেকর্ড ও অডিও ম্যানেজমেন্টের মতো সুবিধা দিলেও এয়ার গো-৩ ডিভাইসে এসব থাকছে না। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। চ্যাটজিপিটির ভয়েস কমান্ড, ওয়েলনেস ট্র্যাকার এবং অঙ্গভঙ্গি চিহ্নিত করার সুবিধাগুলো ডিভাইসটিতে অন্তর্ভুক্ত করায় ব্যবহারকারীরা আরও স্বাস্থ্যসচেতন হয়ে উঠবে। দামের হিসাব করলেও বাজারের অন্যান্য স্মার্টগ্লাস থেকে সোলোস এয়ার গো-৩ এর দাম কিছুটা কম।

ডিভাইসটির অ্যাপে থাকছে হুইসপার ম্যাসেজ ও ইভেন্টস। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আসা ম্যাসেজ ভয়েস আকারে উচ্চ শব্দেও শুনতে পাবেন। গ্লাসের ভয়েস নোটিশগুলো স্টেরিও স্পিকারের মাধ্যমে কানে পৌঁছায়। এ ছাড়া চলার পথে ভয়েস সার্চ, অনুবাদ, বার্তা পাঠানো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কনটেন্ট শেয়ারের ব্যবস্থাও আছে। এয়ার গো-৩ এ অতিরিক্ত সেন্সর যুক্ত করে এআই পিনও ব্যবহার করা যাবে।

সূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত