আবির আহসান রুদ্র
সোলোস এয়ার গো-৩ মূলত অডিও সানগ্লাস। দেখতে অনেকটা সাধারণ ফ্রেমের মতো। তবে বাড়তি হিসেবে এতে থাকছে চ্যাটজিপিটি ফিচার। ডিসপ্লে না থাকলেও চলার পথে উন্নত মানের পরিধানযোগ্য এআইয়ের অভিজ্ঞতা দেবে ডিভাইসটি। এতে বাইরের অতিরিক্ত আওয়াজ দূর করে কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তি ‘হুইসপার’ যুক্ত করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গাড়িতে গান চালানোর নির্দেশনা সঠিকভাবে বুঝতে পারে সোলোস এয়ার গো-৩। বাংলাদেশি মুদ্রায় ডিভাইসটির দাম প্রায় ২২ হাজার টাকা।
বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস।
বাক্সবন্দী অবস্থা থেকে খোলার পর শুরুতেই ইনস্টল করার প্রক্রিয়া শেষ করে নিতে হবে। চ্যাটজিপিটি অ্যাপ অবশ্য ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে এয়ারপডে ব্যবহার করা যায়। তবে এতে কণ্ঠ শনাক্তকারী হুইসপারের সুবিধা পাওয়া যাবে না। এদিক থেকে চিন্তা করলে চশমাটি চ্যাটজিপিটির একটি পরিধানযোগ্য ইন্টারফেস।
সোলোসের ফ্রেমে আরও আছে স্মার্টহিঞ্জ ফিচার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে (যেমন খেলাধুলা, ফ্যাশন কিংবা অফিস) কেন্দ্র করে সামনের দিকের ফ্রেম পরিবর্তন করা যাবে। চার্জের জন্য আছে টাইপ সি কেব্ল। একবার চার্জ দিলে ১০ ঘণ্টার মতো চলবে এটি। তবে চার্জ না থাকলেও দৃষ্টি সংশোধন ফিচার সব সময় কাজ করবে।
এয়ার গো-৩ মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস। অন্যান্য স্মার্টগ্লাস ছবি তোলা, ভিডিও রেকর্ড ও অডিও ম্যানেজমেন্টের মতো সুবিধা দিলেও এয়ার গো-৩ ডিভাইসে এসব থাকছে না। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। চ্যাটজিপিটির ভয়েস কমান্ড, ওয়েলনেস ট্র্যাকার এবং অঙ্গভঙ্গি চিহ্নিত করার সুবিধাগুলো ডিভাইসটিতে অন্তর্ভুক্ত করায় ব্যবহারকারীরা আরও স্বাস্থ্যসচেতন হয়ে উঠবে। দামের হিসাব করলেও বাজারের অন্যান্য স্মার্টগ্লাস থেকে সোলোস এয়ার গো-৩ এর দাম কিছুটা কম।
ডিভাইসটির অ্যাপে থাকছে হুইসপার ম্যাসেজ ও ইভেন্টস। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আসা ম্যাসেজ ভয়েস আকারে উচ্চ শব্দেও শুনতে পাবেন। গ্লাসের ভয়েস নোটিশগুলো স্টেরিও স্পিকারের মাধ্যমে কানে পৌঁছায়। এ ছাড়া চলার পথে ভয়েস সার্চ, অনুবাদ, বার্তা পাঠানো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কনটেন্ট শেয়ারের ব্যবস্থাও আছে। এয়ার গো-৩ এ অতিরিক্ত সেন্সর যুক্ত করে এআই পিনও ব্যবহার করা যাবে।
সূত্র: ফোর্বস
সোলোস এয়ার গো-৩ মূলত অডিও সানগ্লাস। দেখতে অনেকটা সাধারণ ফ্রেমের মতো। তবে বাড়তি হিসেবে এতে থাকছে চ্যাটজিপিটি ফিচার। ডিসপ্লে না থাকলেও চলার পথে উন্নত মানের পরিধানযোগ্য এআইয়ের অভিজ্ঞতা দেবে ডিভাইসটি। এতে বাইরের অতিরিক্ত আওয়াজ দূর করে কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তি ‘হুইসপার’ যুক্ত করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গাড়িতে গান চালানোর নির্দেশনা সঠিকভাবে বুঝতে পারে সোলোস এয়ার গো-৩। বাংলাদেশি মুদ্রায় ডিভাইসটির দাম প্রায় ২২ হাজার টাকা।
বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস।
বাক্সবন্দী অবস্থা থেকে খোলার পর শুরুতেই ইনস্টল করার প্রক্রিয়া শেষ করে নিতে হবে। চ্যাটজিপিটি অ্যাপ অবশ্য ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে এয়ারপডে ব্যবহার করা যায়। তবে এতে কণ্ঠ শনাক্তকারী হুইসপারের সুবিধা পাওয়া যাবে না। এদিক থেকে চিন্তা করলে চশমাটি চ্যাটজিপিটির একটি পরিধানযোগ্য ইন্টারফেস।
সোলোসের ফ্রেমে আরও আছে স্মার্টহিঞ্জ ফিচার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে (যেমন খেলাধুলা, ফ্যাশন কিংবা অফিস) কেন্দ্র করে সামনের দিকের ফ্রেম পরিবর্তন করা যাবে। চার্জের জন্য আছে টাইপ সি কেব্ল। একবার চার্জ দিলে ১০ ঘণ্টার মতো চলবে এটি। তবে চার্জ না থাকলেও দৃষ্টি সংশোধন ফিচার সব সময় কাজ করবে।
এয়ার গো-৩ মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠান যেখানে ডিসপ্লেযুক্ত বা অডিও গ্লাসের দিকে নজর দিচ্ছে, সেখানে নতুন ধরনের স্মার্টগ্লাস এনে চমকে দিয়েছে সোলোস। অন্যান্য স্মার্টগ্লাস ছবি তোলা, ভিডিও রেকর্ড ও অডিও ম্যানেজমেন্টের মতো সুবিধা দিলেও এয়ার গো-৩ ডিভাইসে এসব থাকছে না। ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। চ্যাটজিপিটির ভয়েস কমান্ড, ওয়েলনেস ট্র্যাকার এবং অঙ্গভঙ্গি চিহ্নিত করার সুবিধাগুলো ডিভাইসটিতে অন্তর্ভুক্ত করায় ব্যবহারকারীরা আরও স্বাস্থ্যসচেতন হয়ে উঠবে। দামের হিসাব করলেও বাজারের অন্যান্য স্মার্টগ্লাস থেকে সোলোস এয়ার গো-৩ এর দাম কিছুটা কম।
ডিভাইসটির অ্যাপে থাকছে হুইসপার ম্যাসেজ ও ইভেন্টস। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আসা ম্যাসেজ ভয়েস আকারে উচ্চ শব্দেও শুনতে পাবেন। গ্লাসের ভয়েস নোটিশগুলো স্টেরিও স্পিকারের মাধ্যমে কানে পৌঁছায়। এ ছাড়া চলার পথে ভয়েস সার্চ, অনুবাদ, বার্তা পাঠানো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কনটেন্ট শেয়ারের ব্যবস্থাও আছে। এয়ার গো-৩ এ অতিরিক্ত সেন্সর যুক্ত করে এআই পিনও ব্যবহার করা যাবে।
সূত্র: ফোর্বস
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
২০ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
২০ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
২১ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২১ ঘণ্টা আগে