Ajker Patrika

অ্যাপের দাম বাড়াচ্ছে অ্যাপল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৪
অ্যাপের দাম বাড়াচ্ছে অ্যাপল

আগামী মাস থেকে বেশ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে অ্যাপ ও ইন-অ্যাপের দাম বাড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

অ্যাপলের বরাতে এনডিটিভি জানায়, স্বয়ংক্রিয় নবায়নযোগ্য সাবস্ক্রিপশন ছাড়া সমস্ত অ্যাপ কেনাবেচার ক্ষেত্রে নতুন মূল্য প্রযোজ্য হবে। মূল্যবৃদ্ধির এই বিষয়টি বিনিময় হার এবং কর নীতিমালায় পরিবর্তনের প্রতিফলন। 

সোমবার একটি ব্লগ পোস্টে কোপার্টিনো টেক জায়ান্টটি জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে অ্যাপ ও ইন-অ্যাপের কেনাকাটার মূল্য ৫ অক্টোবরের মধ্যে বাড়ানো হবে। যেসব দেশে অ্যাপের মূল্য আরও ব্যয়বহুল হবে, তার মধ্যে রয়েছে—চিলি, মিশর, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও ভিয়েতনাম। অ্যাপল বলছে, ইউরো মুদ্রা ব্যবহার করে এমন সব অঞ্চলও মূল্যবৃদ্ধির আওতায় পড়তে পারে। 

অ্যাপল আরও জানায়, ভিয়েতনামে মূল্যবৃদ্ধি কোম্পানির জন্য প্রযোজ্য নতুন নীতিমালাগুলোকে প্রতিফলিত করবে, যার জন্য ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর ও করপোরেট আয়করসহ কর সংগ্রহ ও পরিশোধ করতে হবে। 

ইতিমধ্যে অ্যাপ ডেভেলপারদের জানানো হয়েছে যে, তাদের আয় করবহির্ভূত মূল্যের ওপর হিসাব করা হবে এবং অ্যাপ স্টোরে বিক্রি থেকে পাওয়া আয় মূল্যের পরিবর্তন অনুসারে সামঞ্জস্য করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত