Ajker Patrika

তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল 

তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল 

চলতি বছরে তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল। কর্মী ছাঁটাইয়ের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি কোম্পানিটি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, নতুন বিভাগের ৪০ জন কর্মী ছাঁটাই করবে গুগল। 

গুগলের মুখপাত্র বলছে, প্রাণবন্ত তথ্য ইকোসিস্টেমের তৈরিতে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পদক্ষেপ  দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি অংশ। কোম্পানিটির সাফল্য ধরে রাখতে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনা হয়েছে। এজন্য অল্প সংখ্যক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকে ট্রানজিশন পিরিয়ড, আউটপ্লেসমেন্ট পরিষেবা এবং ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যেন গুগলের বাইরেও কর্মীরা সহজে কাজ খুঁজে পায়। 
 
এই বছরের জানুয়ারিতে গুগল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। সেসময় ১২ হাজার কর্মী ছাঁটাই করে। গত মাসে নিয়োগ বিভাগ থেকে শত শত কর্মীকে বরখাস্ত করে গুগল। কোম্পানির এক মুখপাত্র এ সময়ে বলেন, সবচেয়ে প্রতিভাবান প্রকৌশল ও কর্মীতে গুগল বিনিয়োগ করে। সেই সঙ্গে সামগ্রিক নিয়োগের গতিকে কমিয়ে রাখার চেষ্টা করে। কোম্পানির গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে নিয়োগকারীর সংখ্যা কমানোর কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই  ২০২৩ সালের একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি বড় প্রযুক্তির কোম্পানি কর্মীদের ছাঁটাই করেছে। মাইক্রোসফট, আমাজন, মেটা, ইন্টেল কোম্পানিও হাজার হাজার কর্মী বরখাস্ত করেছে। এমনকি স্টার্টআপ ও ইউনিকর্ন স্টার্টআপগুলিও কর্মীদের ছাঁটাই করছে। 

এ সপ্তাহের শুরুতে মাইক্রোসফটের অধীনস্থ কোম্পানি লিংকইডিন ৬০০ কর্মীকে ছাঁটাই করে। মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে ছাঁটাই করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত