হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে