আজকের পত্রিকা ডেস্ক
গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাঁদের মোবাইল ডেটা খরচ হয়েছে।
তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।
গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাঁদের মোবাইল ডেটা খরচ হয়েছে।
তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।
গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে