Ajker Patrika

নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে দেবে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ফিচার

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৫: ৪৩
নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে দেবে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ফিচার

নিদির্ষ্ট তারিখের মেসেজ খুঁজে দেবে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ফিচার। নিদির্ষ্ট তারিখের মেসেজিংয়ের বিষয়বস্তু মনে না থাকলেও এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা সহজভাবে মেসেজগুলো খুঁজে পাবে। এ ছাড়া টেক্সট মেসেজ ছাড়াও ভিডিও, ছবি ও ভয়েস নোট এই ফিচারের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের ওয়েবের ২.২৩৪৮. ৫০ বেটা ভার্সনে ফিচারটি দেখা যায়। এখন হোয়াটসঅ্যাপ ওয়েবে গ্রাহকেরা কোনো কিছু সার্চ করলে একটি নতুন ক্যালেন্ডার বাটন দেখা যাবে। 

হোয়াটসঅ্যাপের ওয়েবের সর্বশেষ ভার্সনের কিছু ব্যবহারকারী বর্তমানে ফিচারটি ব্যবহার করতে পারছে। বেটা ভার্সনের সব গ্রাহকের জন্য ফিচারটি চালু করতে কিছুদিন সময় লাগবে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের নতুন আইকোনটিতে ক্লিক করলে নির্দিষ্ট তারিখ নির্বাচনের জন্য একটি ক্যালেন্ডার দেখানো হবে। নির্দিষ্ট তারিখে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই দিনের মেসেজগুলো দেখাবে হোয়াটসঅ্যাপ।

নির্দিষ্ট তারিখে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই দিনের মেসেজগুলো দেখাবে হোয়াটসঅ্যাপগ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার করতে ই-মেইল ভ্যারিফিকেশন ফিচার চালু করল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কারও ফোন হারিয়ে গেলে বা চুরি হলে ফিচারটি কাজে দেবে। এ ছাড়া কোনো জায়গায় মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হলে বা না থাকলে নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরিতে এই ফিচার সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোলস অপশনও নিয়ে আসার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এসব পোলে ভোট দেওয়ার সময় গ্রাহকদের নাম দেখা যাবে না। এর ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। 

গত মাসে গ্রুপ কলে একসঙ্গে ৩২ জনের কথা বলার সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আপাতত আইওএস গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত