Ajker Patrika

অ্যাপলের সব ডিভাইসের জন্য আসছে একক গেমিং অ্যাপ

অনলাইন ডেস্ক
গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে বলে জানিয়েছেন গুরম্যান। ছবি: দ্য ভার্জ
গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে বলে জানিয়েছেন গুরম্যান। ছবি: দ্য ভার্জ

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবার গেমারদের জন্য নিয়ে আসছে আলাদা গেমিং অ্যাপ। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের খ্যাতনামা সাংবাদিক মার্ক গুরম্যানের বরাতে জানা গেছে, অ্যাপলের এই নতুন গেমিং অ্যাপ চলতি বছরের শেষ দিকে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভিতে প্রি-ইনস্টল করা থাকবে।

গুরম্যান জানিয়েছেন, নতুন এই অ্যাপ হবে একটি কেন্দ্রীয় হাব, যেখানে ব্যবহারকারীরা গেম চালু করতে পারবেন, তাঁদের ইন-গেম অ্যাচিভমেন্ট দেখতে পারবেন এবং নতুন গেম সম্পর্কে অ্যাপলের নিজস্ব সম্পাদকীয় কনটেন্ট পড়তে পারবেন।

অ্যাপটির মাধ্যমে অ্যাপ স্টোরের গেম সেকশনে সহজে প্রবেশ করা যাবে। একই সঙ্গে অ্যাপল আর্কেড প্রচারে গুরুত্ব দেবে এই অ্যাপ। গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে বলে জানিয়েছেন গুরম্যান।

নতুন এই গেমিং অ্যাপে থাকবে ব্যবহারকারীর অর্জন, লিডার বোর্ড, অন্যান্য খেলোয়াড়ের বার্তা এবং সাম্প্রতিক কার্যকলাপ দেখার সুযোগ। ম্যাক সংস্করণে অ্যাপ স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা গেমও দেখা যাবে বলে জানা গেছে।

আগামী জুন মাসে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এর সঙ্গে অ্যাপটির প্রিভিউ দেখানো হতে পারে। নতুন আইফোনের সঙ্গে সেপ্টেম্বর মাসে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে।

কোম্পানিটি সম্ভবত গেমিংকে অ্যাপ স্টোর থেকে আলাদা করে একটি কেন্দ্রীয় হাব তৈরি করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজেই গেম খুঁজে পেতে ও ডাউনলোড করতে পারেন।

অ্যাপল সম্প্রতি ‘স্নিকি সাসকোয়াচ’-এর নির্মাতা গেমিং স্টুডিও আরএসি ৭ গেমস অধিগ্রহণ করেছে বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি, ‘ডেথ স্ট্র্যান্ডিং’, ‘অ্যাসাসিনস ক্রিড মিরাজ’ এবং ‘রেসিডেন্ট ইভিল ভিলেজ’-এর মতো জনপ্রিয় গেম ইতিমধ্যে আইফোনে চালু হয়েছে, যা অ্যাপলের গেমিং জগতে প্রবেশের আরও একটি প্রমাণ।

আরও জানা গেছে, আরএসি ৭-কে অ্যাপলের অন্য কোনো টিমের সঙ্গে একীভূত করা হচ্ছে না; বরং এটি স্বাধীন গেমিং স্টুডিও হিসেবেই কাজ চালিয়ে যাবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ ও ম্যাক রিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত