Ajker Patrika

ইলন মাস্কের ‘আই লাভ ইউ’ শুনে ৫০ হাজার ডলার খোয়ালেন নারী

আপডেট : ১৮ মে ২০২৪, ২২: ৫৫
ইলন মাস্কের ‘আই লাভ ইউ’ শুনে ৫০ হাজার ডলার খোয়ালেন নারী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক তৈরি করে বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলছে প্রতারকেরা। এবার ইলন মাস্কের ডিপফেকের ফাঁদে পা দিয়ে ৭০ মিলিয়ন কোরিয়ান ওন বা ৫০ হাজার ডলার খোয়ালেন দক্ষিণ কোরিয়ান নারী। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বলছে, এই প্রতারক ২০২৩ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্ট খোলে। এসব অ্যাকাউন্টে বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রতারক বোঝাতে চেয়েছিলেন যে তিনিই আসল মাস্ক। এ জন্য ইলন মাস্কের ব্যক্তিগত কার্যকলাপও তুলে ধরেন তিনি। প্রতারক বলেন, তিনি প্রায়ই ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে টেক্সাসে (এখানে টেসলার কারখানা অবস্থিত) ও ফ্লোরিডায় (স্পেসএক্সের সদর দপ্তর) ভ্রমণ করেন। প্রতারক এক পোস্টে বলেন, তাঁর ছেলেমেয়েরা প্রতি সপ্তাহেই স্পেসএক্সে যায়।

মাস্কের ছদ্মবেশ ধারণ করে প্রতারক বলে, বিশ্বের জন্য দুর্দান্ত কিছু করছেন। প্রতারক আরও বলে, ‘আমি খুশি যে আমার ভক্তরা আমার মাধ্যমে ধনী হবে।’ এসব ঘোষণার মাধ্যমে ওই নারীর আস্থা অর্জন করেন প্রতারক।

প্রথম দিকে ভুক্তভোগী নারী এ নিয়ে কিছুটা সন্দেহ করছিলেন। কিন্তু সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে প্রতারকের পোস্টের মিল পেয়ে তিনি আর সন্দেহ করেনি।

প্রতারক ওই নারীকে ভিডিও কল দেওয়ার পর এই সন্দেহ আরও দূর হয়। কারণ, ভিডিও কলে প্রতারককে দেখতে ইলন মাস্কের মতোই মনে হয়।

প্রতারক ভিডিও কলে বলে, ‘আই লাভ ইউ’ বলে। 

মাস্কের ছদ্মবেশে প্রতারক বলেন, তিনি খুশি যে তার ভক্তরা তার মাধ্যমে ধনী হবে। বিনিয়োগ করলে আরও অর্থ পাওয়া যাবে। এমনকি তিনি একটি কোরিয়ার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। এ ছাড়া ‘মঙ্গল গ্রহের নাগরিকত্বের’ একটি আইডি কার্ডের ছবিও প্রকাশ করে।

এতগুলো তথ্য পাওয়ার পর প্রতারককেই ইলন মাস্ক বলে বিশ্বাস করেন ভুক্তভোগী নারী।

গত বছরের আগস্টে ভুক্তভোগী নারী প্রতারকের অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠায়। সব মিলিয়ে তিনি ৫০ হাজার ডলার পাঠান। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন বলে তিনি ভাবেন। পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত