ছবি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে অ্যাডোবির বহু গ্রাহকের চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে। পাশাপাশি এআইয়ের জনপ্রিয়তার ফলে অ্যাডোবির নিজস্ব ব্যবসায়িক মডেল দুর্বল হয়ে যেতে পারে বলে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন বলছে।
এবছর নতুন ছবি তৈরির নতুন এআই টুল ফায়ারফ্লাই চালু করেছে অ্যাডোবি। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যেকোনো লেখাকে ছবিতে রূপান্তরিত করা যায়। এছাড়া অ্যাডোবির সবচেয়ে জনপ্রিয় টুল ফটোশপে এখন লেখা থেকে ছবি রূপান্তর করা যায়।
গ্রাফিক ডিজাইনারদের একটি বড় অংশ অ্যাডোবির এই সফটওয়্যার ব্যবহার করে। তাই সব মিলিয়ে গ্রাহকদের কাজ হারানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অ্যাডোবির কর্মীরা।
যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাসের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, তা বিশ্বজুড়ে চাকরির বাজারে বড় প্রভাব ফেলতে পারে ৷ এর ফলে ৩০ কোটি স্থায়ী চাকরি হুমকির মুখ পড়তে পারে।
অ্যাডোবি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার টুল মিডজার্নি, ওপেন এআইয়ের ডাল–ই ব্যবহার করে লিখিত নির্দেশনার মাধ্যমে ছবি তৈরি করা যায়। ইনস্ট্রাগ্রাম পোস্টের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারে মিডজার্নি, আবার ওয়েবসাইটের লোগো বিনামূল্যে বানিয়ে দেয় বিং এআই চ্যাট।
প্রযুক্তিগত এসব অগ্রগতিকে ‘হতাশাজনক’ অভিহিত করে অ্যাডোবির কর্মীরা বলছেন, এআইয়ে জয়জয়াকার গ্রাফিক ডিজাইনারদের জন্য ‘অস্তিত্বের সংকট’ তৈরি করেছে। এর ফলে অ্যাডোবির ব্যবসার মডেল ক্ষতিগ্রস্ত হবে বলেও তাঁরা চিন্তিত।
তবুও কিছু কর্মীর মধ্যে আশাবাদী মনোভাব আছে। তারা মনে করেন, এআই কর্মীদের দক্ষতা বাড়াবে এবং ফ্রিল্যান্সারদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।
ছবি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে অ্যাডোবির বহু গ্রাহকের চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে। পাশাপাশি এআইয়ের জনপ্রিয়তার ফলে অ্যাডোবির নিজস্ব ব্যবসায়িক মডেল দুর্বল হয়ে যেতে পারে বলে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন বলছে।
এবছর নতুন ছবি তৈরির নতুন এআই টুল ফায়ারফ্লাই চালু করেছে অ্যাডোবি। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যেকোনো লেখাকে ছবিতে রূপান্তরিত করা যায়। এছাড়া অ্যাডোবির সবচেয়ে জনপ্রিয় টুল ফটোশপে এখন লেখা থেকে ছবি রূপান্তর করা যায়।
গ্রাফিক ডিজাইনারদের একটি বড় অংশ অ্যাডোবির এই সফটওয়্যার ব্যবহার করে। তাই সব মিলিয়ে গ্রাহকদের কাজ হারানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অ্যাডোবির কর্মীরা।
যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাসের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, তা বিশ্বজুড়ে চাকরির বাজারে বড় প্রভাব ফেলতে পারে ৷ এর ফলে ৩০ কোটি স্থায়ী চাকরি হুমকির মুখ পড়তে পারে।
অ্যাডোবি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার টুল মিডজার্নি, ওপেন এআইয়ের ডাল–ই ব্যবহার করে লিখিত নির্দেশনার মাধ্যমে ছবি তৈরি করা যায়। ইনস্ট্রাগ্রাম পোস্টের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারে মিডজার্নি, আবার ওয়েবসাইটের লোগো বিনামূল্যে বানিয়ে দেয় বিং এআই চ্যাট।
প্রযুক্তিগত এসব অগ্রগতিকে ‘হতাশাজনক’ অভিহিত করে অ্যাডোবির কর্মীরা বলছেন, এআইয়ে জয়জয়াকার গ্রাফিক ডিজাইনারদের জন্য ‘অস্তিত্বের সংকট’ তৈরি করেছে। এর ফলে অ্যাডোবির ব্যবসার মডেল ক্ষতিগ্রস্ত হবে বলেও তাঁরা চিন্তিত।
তবুও কিছু কর্মীর মধ্যে আশাবাদী মনোভাব আছে। তারা মনে করেন, এআই কর্মীদের দক্ষতা বাড়াবে এবং ফ্রিল্যান্সারদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।
দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির ট্যাংক পূর্ণ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে আকাশপথে এ যুক্তি খুব একটা কার্যকর নয়। বাণিজ্যিক বিমান সাধারণত ওড়ার সময় তার ট্যাংকভর্তি করে জ্বালানি নেয় না এবং এটি কোনো ভুলে নয়—বরং সম্পূর্ণ পরিকল্পিত, হিসাব করা ও বিধি অনুসারে।
১১ ঘণ্টা আগেঅ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো
১২ ঘণ্টা আগেপার্থ শহরের আর্ট গ্যালারি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে (এজিডব্লিউএ) অদ্ভুত প্রদর্শনী দেখতে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। তবে তাঁরা এসেছেন এমন এক সংগীতশিল্পীর পরিবেশনা দেখতে, যিনি আর জীবিত নেই...
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব গোটা বিশ্বের মতো এবার ক্যাথলিক চার্চকেও ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বললেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ।
১৬ ঘণ্টা আগে