ইউরোপীয় ইউনিয়নে আইওএস ডিভাইসের জন্য নিজস্ব গেম স্টোর চালু করছে ফোর্টনাইটের নির্মাতা এপিক গেমস। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশ্বজুড়ে এপিক গেমস স্টোর চালু করা হবে। গত শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জনপ্রিয় গেম ফোর্টনাইট, রকেট লিগ সাইডসওয়াইপ ও ফল গাইস নিয়ে অ্যাপ স্টোরটি চালু হচ্ছে। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে এপিক গেম স্টোরে নিজেদের গেমগুলো রাখতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে।
গতকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এপিক গেমস নিজেদের গেমগুলো ‘এএলটিস্টোর পাল’ নামের স্বাধীন মোবাইল স্টোরেও রাখবে। গেমগুলো বিনা মূল্যে খেলা যাবে। ভবিষ্যতে তাদের গেমগুলো ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটোয়েড আইওএস স্টোর এবং অ্যান্ড্রয়েডে ওয়ান স্টোরে নিয়ে আসার পরিকল্পনা করেছে কোম্পানিটি। ফোর্টনাইটের মতো নিজস্ব গেমের পাশাপাশি স্টোরটিতে অন্যান্য ডেভেলপারের গেমগুলো ডাউনলোড করার সুযোগ থাকবে।
অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলার চার বছর পরে আইওএসে ফোর্টনাইট চালু হবে। ২০২০ সাল থেকে এপিক ও অ্যাপলের মধ্যে আইনি লড়াই শুরু হয়। সে সময় মামলার অভিযোগে এপিক বলে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ইনস্টলে বাধ্য করে গ্রাহকের ও ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রে ডেভেলপারদের ওপর ৩০ শতাংশ ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন করে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। তাই গুগল ও অ্যাপলের অপারেটিং সিস্টেমে থার্ড পার্টি অ্যাপ স্টোর হিসেবে এপিক গেমস চালানোর অনুমতি দিয়েছে কোম্পানি দুটি। স্মার্টফোনের অ্যাপ স্টোর কেন্দ্রিক অ্যাপল ও গুগলের আধিপত্যের বিপরীতে এটি এপিকের জন্য বড় বিজয়।
এপিক গেমসের সিইও টিম সুইনি এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল ইকোসিস্টেম অবশেষে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত হচ্ছে। এপিক গেম স্টোর চালু এবং ইউরোপীয় ইউনিয়নে আইওএস ব্যবহারকারীদের কাছে আমাদের গেমগুলো পৌঁছানো সম্ভব করার জন্য ইউরোপীয় কমিশনের কাছে কৃতজ্ঞ আমরা। এখন ইউরোপের আইওএস ব্যবহারকারী ও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আমাদের স্টোর এবং গেমগুলোর অ্যাকসেস পাবে। এখনো লড়াই শেষ হয়নি। তবে এই প্রতিযোগিতা ও বাছাইয়ের সুযোগের মাধ্যমে ডেভেলপার ও গ্রাহকেরা উপকৃত হবে।’
আইওএস ও অ্যান্ড্রয়েড এপিক গেমস স্টোরটি ইনস্টল করার প্রক্রিয়া দেখানোর জন্য একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে কোম্পানিটি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ইউরোপীয় ইউনিয়নে আইওএস ডিভাইসের জন্য নিজস্ব গেম স্টোর চালু করছে ফোর্টনাইটের নির্মাতা এপিক গেমস। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশ্বজুড়ে এপিক গেমস স্টোর চালু করা হবে। গত শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জনপ্রিয় গেম ফোর্টনাইট, রকেট লিগ সাইডসওয়াইপ ও ফল গাইস নিয়ে অ্যাপ স্টোরটি চালু হচ্ছে। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে এপিক গেম স্টোরে নিজেদের গেমগুলো রাখতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে।
গতকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এপিক গেমস নিজেদের গেমগুলো ‘এএলটিস্টোর পাল’ নামের স্বাধীন মোবাইল স্টোরেও রাখবে। গেমগুলো বিনা মূল্যে খেলা যাবে। ভবিষ্যতে তাদের গেমগুলো ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটোয়েড আইওএস স্টোর এবং অ্যান্ড্রয়েডে ওয়ান স্টোরে নিয়ে আসার পরিকল্পনা করেছে কোম্পানিটি। ফোর্টনাইটের মতো নিজস্ব গেমের পাশাপাশি স্টোরটিতে অন্যান্য ডেভেলপারের গেমগুলো ডাউনলোড করার সুযোগ থাকবে।
অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলার চার বছর পরে আইওএসে ফোর্টনাইট চালু হবে। ২০২০ সাল থেকে এপিক ও অ্যাপলের মধ্যে আইনি লড়াই শুরু হয়। সে সময় মামলার অভিযোগে এপিক বলে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ইনস্টলে বাধ্য করে গ্রাহকের ও ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রে ডেভেলপারদের ওপর ৩০ শতাংশ ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন করে।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। তাই গুগল ও অ্যাপলের অপারেটিং সিস্টেমে থার্ড পার্টি অ্যাপ স্টোর হিসেবে এপিক গেমস চালানোর অনুমতি দিয়েছে কোম্পানি দুটি। স্মার্টফোনের অ্যাপ স্টোর কেন্দ্রিক অ্যাপল ও গুগলের আধিপত্যের বিপরীতে এটি এপিকের জন্য বড় বিজয়।
এপিক গেমসের সিইও টিম সুইনি এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল ইকোসিস্টেম অবশেষে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত হচ্ছে। এপিক গেম স্টোর চালু এবং ইউরোপীয় ইউনিয়নে আইওএস ব্যবহারকারীদের কাছে আমাদের গেমগুলো পৌঁছানো সম্ভব করার জন্য ইউরোপীয় কমিশনের কাছে কৃতজ্ঞ আমরা। এখন ইউরোপের আইওএস ব্যবহারকারী ও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আমাদের স্টোর এবং গেমগুলোর অ্যাকসেস পাবে। এখনো লড়াই শেষ হয়নি। তবে এই প্রতিযোগিতা ও বাছাইয়ের সুযোগের মাধ্যমে ডেভেলপার ও গ্রাহকেরা উপকৃত হবে।’
আইওএস ও অ্যান্ড্রয়েড এপিক গেমস স্টোরটি ইনস্টল করার প্রক্রিয়া দেখানোর জন্য একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে কোম্পানিটি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৯ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৯ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১২ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৩ ঘণ্টা আগে