অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো এসই। সম্প্রতি এই সিরিজের এসই ৪ মডেল নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। মডেলটি ২০২৫ সালে উন্মোচন করা হবে এবং এর ডিজাইন আইফোন ১৬ মডেলের মতো হবে। এসই ৪ মডেলে ক্যামেরার নচ থাকছে না তার পরবর্তী অ্যাপলের জনপ্রিয় ফিচার ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হতে পারে।
আইফোনের এসই ৪ এর নকশা আইফোন ১৬ এর মতো হবে বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাজিন ব্লু দাবি করে। তবে আইফোন ১৬ এর দুইটি ক্যামেরা বদলে এতে একটি ক্যামেরা থাকবে। ডাইনামিক আইল্যান্ডে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা যুক্ত থাকবে। এর আগে এসই ৬ মডেলের নকশা আইফোন ১৪ এর মতো হবে বলে ধারণা করা হয়েছিল।
পোস্টটিতে আরও বলা হয়, আইফোন এসই ৪ এর আয়তন আইফোন এক্স আর মডেলের মতো হবে। তবে তথ্যগুলো নাও মিলতে পারে বলে সতর্ক করা হয়। কারণ আইফোন ১৬ মডেল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ডিজাইনও চূড়ান্ত নয়।
২০২২ সালে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রথমবারের ডাইনামিক আইল্যান্ডে ফিচার যুক্ত করে। গত বছর আইফোস ১৫ সরিজের সব মডেলেই এই ফিচার যুক্ত করা হয়। এই ফিচারে ফোনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। যেমন–অ্যাপল পে এর ট্র্যান্জেকশন, লো ব্যাটারি ওয়ার্নিং, এয়ারড্রপ ট্রান্সফার, অ্যাপল ম্যাপস ডাইরেকশন, ইনকামিং ফোন কল, মিউজিক ট্র্যাক, শেয়ার প্লে সেশস, স্ক্রিন রেকোর্ডিং ইত্যাদি।
বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড প্যারেল থাকবে। এতে অ্যাপলের ৫জি মডেল চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।
২০২৫ সালের শুরুর দিকে এই ফোনটি উন্মোচন হবে। ২০২২ সালের মার্চে আইফোন এসই ৩ উন্মোচন হয়। এই মডেলের ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোর সংস্করণের এর দাম ৪৩ হাজার ৯০০ রুপি বা প্রায় ৫৭ হাজার ৯৬৪ টাকা।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো এসই। সম্প্রতি এই সিরিজের এসই ৪ মডেল নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। মডেলটি ২০২৫ সালে উন্মোচন করা হবে এবং এর ডিজাইন আইফোন ১৬ মডেলের মতো হবে। এসই ৪ মডেলে ক্যামেরার নচ থাকছে না তার পরবর্তী অ্যাপলের জনপ্রিয় ফিচার ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হতে পারে।
আইফোনের এসই ৪ এর নকশা আইফোন ১৬ এর মতো হবে বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাজিন ব্লু দাবি করে। তবে আইফোন ১৬ এর দুইটি ক্যামেরা বদলে এতে একটি ক্যামেরা থাকবে। ডাইনামিক আইল্যান্ডে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা যুক্ত থাকবে। এর আগে এসই ৬ মডেলের নকশা আইফোন ১৪ এর মতো হবে বলে ধারণা করা হয়েছিল।
পোস্টটিতে আরও বলা হয়, আইফোন এসই ৪ এর আয়তন আইফোন এক্স আর মডেলের মতো হবে। তবে তথ্যগুলো নাও মিলতে পারে বলে সতর্ক করা হয়। কারণ আইফোন ১৬ মডেল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ডিজাইনও চূড়ান্ত নয়।
২০২২ সালে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রথমবারের ডাইনামিক আইল্যান্ডে ফিচার যুক্ত করে। গত বছর আইফোস ১৫ সরিজের সব মডেলেই এই ফিচার যুক্ত করা হয়। এই ফিচারে ফোনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। যেমন–অ্যাপল পে এর ট্র্যান্জেকশন, লো ব্যাটারি ওয়ার্নিং, এয়ারড্রপ ট্রান্সফার, অ্যাপল ম্যাপস ডাইরেকশন, ইনকামিং ফোন কল, মিউজিক ট্র্যাক, শেয়ার প্লে সেশস, স্ক্রিন রেকোর্ডিং ইত্যাদি।
বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড প্যারেল থাকবে। এতে অ্যাপলের ৫জি মডেল চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।
২০২৫ সালের শুরুর দিকে এই ফোনটি উন্মোচন হবে। ২০২২ সালের মার্চে আইফোন এসই ৩ উন্মোচন হয়। এই মডেলের ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোর সংস্করণের এর দাম ৪৩ হাজার ৯০০ রুপি বা প্রায় ৫৭ হাজার ৯৬৪ টাকা।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৭ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২১ ঘণ্টা আগে