প্রযুক্তি ডেস্ক
পৃথিবীর প্রায় সর্বত্রই জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য বেশ কিছু ফিচার এনেছে। এই ফিচারগুলোর মধ্যে একটি হলো ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজটি মুছে দেওয়া যাবে। মেসেজ প্রেরক ও প্রাপক দুজনই ডিলিট করতে পারবেন। তবে মেসেজ ডিলিট করে ফেলার পর প্রাপক দেখতে পান সেখান থেকে কিছু একটা লেখা প্রেরক মুছে ফেলেছেন।
তখন অনেকেরই কৌতূহল জাগে, কী লেখা ছিল মেসেজটিতে? ফলে এটি জানার জন্য গুগল প্লে স্টোরে থাকা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে পড়ে নেন কী লেখা ছিল সেই মুছে ফেলা মেসেজে। থার্ড পার্টি অ্যাপ থেকে মুছে ফেলা মেসেজটি কী ছিল জানা সম্ভব হলেও এই অ্যাপগুলোর কারণে পড়তে হতে পারে নানা রকম বিপদে। এই সব বিপদ থেকে রক্ষা পেতে এসেছে নতুন ফিচার। যে পদ্ধতি ব্যবহার করলে মুছে ফেলা বার্তা পড়ার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। তবে জেনে রাখা ভালো, এ ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ১১ এবং তার ওপরের সংস্করণে পাওয়া যাবে।
যা করতে হবে
ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অন করে মোর সেটিংস প্রেস করে নোটিফিকেশন হিস্টরি খুলে স্ক্রিনের দৃশ্যমান ট্রায়াঙ্গল চালু করতে হবে। এ অপশনটি চালু করার পরে এই একই প্রক্রিয়া আবার করতে হবে, তখন ফোনে থাকা পুরো এক দিনের সব বিজ্ঞপ্তি দেখা যাবে। এসব মেসেজের ভেতরেই মুছে ফেলা বার্তাটিও থাকবে। তবে হ্যাঁ, এখানে অডিও-ভিডিও বা কোনো ছবি দেখতে পাওয়া যাবে না। শুধু লিখিত বার্তা দেখা যাবে।
পৃথিবীর প্রায় সর্বত্রই জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য বেশ কিছু ফিচার এনেছে। এই ফিচারগুলোর মধ্যে একটি হলো ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজটি মুছে দেওয়া যাবে। মেসেজ প্রেরক ও প্রাপক দুজনই ডিলিট করতে পারবেন। তবে মেসেজ ডিলিট করে ফেলার পর প্রাপক দেখতে পান সেখান থেকে কিছু একটা লেখা প্রেরক মুছে ফেলেছেন।
তখন অনেকেরই কৌতূহল জাগে, কী লেখা ছিল মেসেজটিতে? ফলে এটি জানার জন্য গুগল প্লে স্টোরে থাকা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে পড়ে নেন কী লেখা ছিল সেই মুছে ফেলা মেসেজে। থার্ড পার্টি অ্যাপ থেকে মুছে ফেলা মেসেজটি কী ছিল জানা সম্ভব হলেও এই অ্যাপগুলোর কারণে পড়তে হতে পারে নানা রকম বিপদে। এই সব বিপদ থেকে রক্ষা পেতে এসেছে নতুন ফিচার। যে পদ্ধতি ব্যবহার করলে মুছে ফেলা বার্তা পড়ার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। তবে জেনে রাখা ভালো, এ ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ১১ এবং তার ওপরের সংস্করণে পাওয়া যাবে।
যা করতে হবে
ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অন করে মোর সেটিংস প্রেস করে নোটিফিকেশন হিস্টরি খুলে স্ক্রিনের দৃশ্যমান ট্রায়াঙ্গল চালু করতে হবে। এ অপশনটি চালু করার পরে এই একই প্রক্রিয়া আবার করতে হবে, তখন ফোনে থাকা পুরো এক দিনের সব বিজ্ঞপ্তি দেখা যাবে। এসব মেসেজের ভেতরেই মুছে ফেলা বার্তাটিও থাকবে। তবে হ্যাঁ, এখানে অডিও-ভিডিও বা কোনো ছবি দেখতে পাওয়া যাবে না। শুধু লিখিত বার্তা দেখা যাবে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে