Ajker Patrika

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট অপশনে নতুন ডিজাইন আনছে মেটা

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট অপশনে নতুন ডিজাইন আনছে মেটা

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট অপশনে নতুন ডিজাইন আনছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ও চ্যানেল লিস্ট একই জায়গায় দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে স্ট্যাটাসের একটি থাম্বনেইল দেখা যাবে। 

নতুন এই ডিজাইন বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়েছে। শিগগিরই সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি নিয়ে আসা হবে। 

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফোর বলে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে ডিজাইনের স্ট্যাটাস আপডেট ট্রে দেখতে পারবে। এটি আপডেট ট্যাবে ওপরের দিকে দেখা যাবে। তাই খুব সহজেই স্ট্যাটাস দেখতে পারবে ব্যবহারকারীরা। 

এর আগে থাম্বনেইল প্রিভিউয়ের পরিবর্তে অ্যাকাউন্টের প্রোফাইল ছবি দেখা যেত। এই পরিবর্তনে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির অনেক সমালোচনা করে। 

ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে ডিজাইনের স্ট্যাটাস আপডেট ট্রে দেখতে পারবে। ছবি: ডাব্লুএবেটাইনফোহোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের ২.২৪. ৪.২২ বেটা সংস্করণ ও আইওএসের ২৪.৪. ১০.৭০ বেটা সংস্করণে নতুন আরেক ফিচার নিয়ে আসছে মেটা। এর মাধ্যমে চ্যানেলের মালিকানার পরিবর্তর করা যাবে। যে কোন উপযুক্ত ব্যবহারকারীকে চ্যানেলের মালিকানা দেওয়া যাবে। ব্যবহারকারী এই দায়িত্ব গ্রহণ করলে তিনি চ্যানেলের সব প্রশাসনিক, সেটিংস, তথ্য, চ্যানেল ডিলিট করার সুযোগ পাবে। 

কয়েক দিন আগেই স্মার্টফোনের লক স্ক্রিন থেকে স্প্যাম অ্যাকাউন্ট ব্লক করার ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটের ফলে অ্যাপে প্রবেশ না করেই হোয়াটসঅ্যাপের অনাকাঙ্ক্ষিত ও প্রতারণামূলক মেসেজ বন্ধ করা যাবে। ফলে অনেক ব্যস্ততার মধ্যেও ব্যবহারকারীরা সরাসরি এই কাজ করতে পারবেন। এছাড়া অজানা নম্বর থেকে কোনো মেসেজ এলে হোয়াটসঅ্যাপ একটি সতর্কবার্তা পাঠাবে। সেই সঙ্গে নম্বরটি কন্টাক্ট তালিকায় যুক্ত করার ও ব্লক বা রিপোর্টের অপশন দেখা যাবে। এই ফিচারের পাশাপাশি অ্যাপ থেকে ব্লক করার আগের সুবিধাটিও থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত