আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৭ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে