চলতি বছরের ডেভেলপার কনফারেন্সে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন বাজারের আইফোনে এই ফিচার চালু করা হবে। তবে এআইভিত্তিক ফিচার উন্মোচনে চীনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে অ্যাপল। কারণ এআইয়ের বিষয়ে কঠোর নীতিমালা রয়েছে দেশটিতে।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাকে অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম পাওয়া যাবে। ফলে নির্দিষ্ট মডেলের ব্যবহারকারীরা অ্যাপলের বিভিন্ন এআইভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবে।
আইফোনের এআই নিয়ে অ্যাপল চীনে তিনটি বাধার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত বছর থেকেই চীনে আইফোন বিক্রি কমে গেছে। তাই দেশটিতে ব্যবসা করতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অ্যাপল।
এআই মডেলের ক্ষেত্রে চীনের কঠোর নিয়ম
এআই বাজার কঠোরভাবে নজরদারি করেন চীন। যেসব কোম্পানি এআই মডেল উন্মোচন করে বাণিজ্যিকভাবে সেগুলোর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা জন্য চীনের নিয়ন্ত্রকদের অনুমোদন লাগবে। এআই কোম্পানিগুলোতে তাদের ‘বেআইনি’ কনটেন্টও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দেশটি। অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু ফিচার কোম্পানি নিজেই তৈরি করেছে। তাই কোম্পানিকে চীনের কর্তৃপক্ষদের কাছ থেকে অনুমতি হবে।
চীনে নিষিদ্ধ চ্যাটজিপিটি
ওপেনএআই কোম্পানির চ্যাটবট চ্যাটপিটিকে নিষিদ্ধ করেছে চীন। আর নতুন আইওএসে ১৮ এর অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’তে বেশ কিছু ফিচার চ্যাটজিপিটির ওপর নির্ভর করবে। তাই অ্যাপলকে এমন একটি স্থানীয় কোম্পানি খুঁজতে হবে যা ওপেনএআইয়ের মতো সেবা দিতে পারে। চীনের বাইডু ও আলিবাবার মতো টেক জায়ান্টের কোম্পানির নিজস্ব এলএলএম মডেল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে।
অ্যাপলের প্রাইভেট ক্লাউড
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই অ্যাপলের এআই তৈরি করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি। তাদের নতুন সিস্টেম ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবহারকারীদের ডেটা কোম্পানি নিজস্ব সার্ভারে প্রসেস করে। ব্যবহারকারীর ডেটা তারা সংরক্ষণ করবে না বলে জানিয়েছে অ্যাপল।
তবে চীনে আইক্লাউড ডেটা স্থানীয় সার্ভারে রাখে অ্যাপল। এসব সার্ভার পরিচালনা করে থার্ড পার্টি কোম্পানি। তাই অ্যাপল তাদের এআই সার্ভিসের পুরোপুরি নিতে পারবে নাকি, তা নিয়ে উদ্বেগ থেকেই যায়। অর্থাৎ এআই সার্ভারের ক্ষেত্রেও চীনে একই ধরনের চুক্তি করতে হবে অ্যাপলকে।
চলতি বছরের ডেভেলপার কনফারেন্সে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন বাজারের আইফোনে এই ফিচার চালু করা হবে। তবে এআইভিত্তিক ফিচার উন্মোচনে চীনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে অ্যাপল। কারণ এআইয়ের বিষয়ে কঠোর নীতিমালা রয়েছে দেশটিতে।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাকে অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম পাওয়া যাবে। ফলে নির্দিষ্ট মডেলের ব্যবহারকারীরা অ্যাপলের বিভিন্ন এআইভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবে।
আইফোনের এআই নিয়ে অ্যাপল চীনে তিনটি বাধার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত বছর থেকেই চীনে আইফোন বিক্রি কমে গেছে। তাই দেশটিতে ব্যবসা করতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অ্যাপল।
এআই মডেলের ক্ষেত্রে চীনের কঠোর নিয়ম
এআই বাজার কঠোরভাবে নজরদারি করেন চীন। যেসব কোম্পানি এআই মডেল উন্মোচন করে বাণিজ্যিকভাবে সেগুলোর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা জন্য চীনের নিয়ন্ত্রকদের অনুমোদন লাগবে। এআই কোম্পানিগুলোতে তাদের ‘বেআইনি’ কনটেন্টও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দেশটি। অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু ফিচার কোম্পানি নিজেই তৈরি করেছে। তাই কোম্পানিকে চীনের কর্তৃপক্ষদের কাছ থেকে অনুমতি হবে।
চীনে নিষিদ্ধ চ্যাটজিপিটি
ওপেনএআই কোম্পানির চ্যাটবট চ্যাটপিটিকে নিষিদ্ধ করেছে চীন। আর নতুন আইওএসে ১৮ এর অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’তে বেশ কিছু ফিচার চ্যাটজিপিটির ওপর নির্ভর করবে। তাই অ্যাপলকে এমন একটি স্থানীয় কোম্পানি খুঁজতে হবে যা ওপেনএআইয়ের মতো সেবা দিতে পারে। চীনের বাইডু ও আলিবাবার মতো টেক জায়ান্টের কোম্পানির নিজস্ব এলএলএম মডেল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে।
অ্যাপলের প্রাইভেট ক্লাউড
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই অ্যাপলের এআই তৈরি করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি। তাদের নতুন সিস্টেম ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবহারকারীদের ডেটা কোম্পানি নিজস্ব সার্ভারে প্রসেস করে। ব্যবহারকারীর ডেটা তারা সংরক্ষণ করবে না বলে জানিয়েছে অ্যাপল।
তবে চীনে আইক্লাউড ডেটা স্থানীয় সার্ভারে রাখে অ্যাপল। এসব সার্ভার পরিচালনা করে থার্ড পার্টি কোম্পানি। তাই অ্যাপল তাদের এআই সার্ভিসের পুরোপুরি নিতে পারবে নাকি, তা নিয়ে উদ্বেগ থেকেই যায়। অর্থাৎ এআই সার্ভারের ক্ষেত্রেও চীনে একই ধরনের চুক্তি করতে হবে অ্যাপলকে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৪ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে