আইমেসেজে বিপার মিনির অ্যাকসেস বা প্রবেশাধিকার বন্ধ করল অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকেরা আইমেসেজ অ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে অ্যাপটির অ্যাকসেস বন্ধ করে দিয়েছে অ্যাপল।
বিপার মিনি অ্যাপটি ৫ ডিসেম্বর উন্মোচন করা হয়। এর মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলে। বিপার মিনির মূল অ্যাপটি বিপার ক্লাউড নামে পরিচিত। এটি একটি দূরবর্তী ম্যাক কম্পিউটারের মাধ্যমে আইমেসেজের মেসেজগুলোর অ্যাকসেস পায়। তবে বিপার মিনি নিজস্ব সার্ভার বাদ দিয়ে অ্যাপলের সার্ভারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এর ফলে আইমেসেজে নিরাপত্তা বিঘ্নিত হয়।
বিপার মিনির এই পদ্ধতির জন্য আইমেসেজের অ্যাকসেস পেতে গ্রাহকদের কোনো অ্যাপল আইডিরও প্রয়োজন নেই। তাই অ্যান্ড্রয়েড গ্রাহকেরা নির্বিঘ্নে আইমেসেজ ব্যবহার করতে পারতেন। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি অ্যাপল। মেটাডেটা ফাঁস ও স্প্যামের মতো নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিপার মিনির অ্যাকসেস বন্ধ করেছে কোম্পানিটি।
এক বিবৃতিতে এ প্রসঙ্গে অ্যাপল বলছে, সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে অ্যাপল তাদের পণ্য ও সেবা তৈরি করে। গ্রাহকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে এসব প্রযুক্তির নকশা করা হয়েছে। ভুয়া বা নকল পদ্ধতি ব্যবহার করে আইমেসেজে অ্যাকসেস করে এমন কৌশলগুলো গ্রাহকের সুরক্ষার স্বার্থে বন্ধ করে দিয়েছে অ্যাপল। কৌশলগুলো মেটাডেটা এক্সপোজার, অবাঞ্ছিত বার্তা, স্প্যাম ও ফিশিং আক্রমণের সম্ভাবনা তৈরি করে। এজন্য আইমেসেজের নিরাপত্তার জন্য কোম্পানিটি ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবে।
অন্যদিকে বিপার বলছে, তাদের অ্যাপটি নিরাপদ এবং আনক্রিপটেড এসএমএসের চেয়ে বেশি গোপনীয়তা নিশ্চিত করে। এমনকি নিরাপত্তা মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের সঙ্গে কোম্পানিটির সম্পূর্ণ সোর্স কোড শেয়ার করার প্রস্তাবও দিয়েছে বিপার।
বিপার ক্লাউড চালু থাকলেও, বিপার মিনি বর্তমানে বন্ধ রয়েছে। সব ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোন নম্বর নিবন্ধনমুক্ত করেছে বিপার এবং বিনা মূল্যে ট্রায়ালের সময়কাল আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
অ্যাপল আসন্ন আইওএস ১৭.২ আপডেটে আই মেসেজে আরও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
আইমেসেজে বিপার মিনির অ্যাকসেস বা প্রবেশাধিকার বন্ধ করল অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকেরা আইমেসেজ অ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে অ্যাপটির অ্যাকসেস বন্ধ করে দিয়েছে অ্যাপল।
বিপার মিনি অ্যাপটি ৫ ডিসেম্বর উন্মোচন করা হয়। এর মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলে। বিপার মিনির মূল অ্যাপটি বিপার ক্লাউড নামে পরিচিত। এটি একটি দূরবর্তী ম্যাক কম্পিউটারের মাধ্যমে আইমেসেজের মেসেজগুলোর অ্যাকসেস পায়। তবে বিপার মিনি নিজস্ব সার্ভার বাদ দিয়ে অ্যাপলের সার্ভারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এর ফলে আইমেসেজে নিরাপত্তা বিঘ্নিত হয়।
বিপার মিনির এই পদ্ধতির জন্য আইমেসেজের অ্যাকসেস পেতে গ্রাহকদের কোনো অ্যাপল আইডিরও প্রয়োজন নেই। তাই অ্যান্ড্রয়েড গ্রাহকেরা নির্বিঘ্নে আইমেসেজ ব্যবহার করতে পারতেন। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি অ্যাপল। মেটাডেটা ফাঁস ও স্প্যামের মতো নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিপার মিনির অ্যাকসেস বন্ধ করেছে কোম্পানিটি।
এক বিবৃতিতে এ প্রসঙ্গে অ্যাপল বলছে, সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে অ্যাপল তাদের পণ্য ও সেবা তৈরি করে। গ্রাহকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে এসব প্রযুক্তির নকশা করা হয়েছে। ভুয়া বা নকল পদ্ধতি ব্যবহার করে আইমেসেজে অ্যাকসেস করে এমন কৌশলগুলো গ্রাহকের সুরক্ষার স্বার্থে বন্ধ করে দিয়েছে অ্যাপল। কৌশলগুলো মেটাডেটা এক্সপোজার, অবাঞ্ছিত বার্তা, স্প্যাম ও ফিশিং আক্রমণের সম্ভাবনা তৈরি করে। এজন্য আইমেসেজের নিরাপত্তার জন্য কোম্পানিটি ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবে।
অন্যদিকে বিপার বলছে, তাদের অ্যাপটি নিরাপদ এবং আনক্রিপটেড এসএমএসের চেয়ে বেশি গোপনীয়তা নিশ্চিত করে। এমনকি নিরাপত্তা মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের সঙ্গে কোম্পানিটির সম্পূর্ণ সোর্স কোড শেয়ার করার প্রস্তাবও দিয়েছে বিপার।
বিপার ক্লাউড চালু থাকলেও, বিপার মিনি বর্তমানে বন্ধ রয়েছে। সব ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোন নম্বর নিবন্ধনমুক্ত করেছে বিপার এবং বিনা মূল্যে ট্রায়ালের সময়কাল আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
অ্যাপল আসন্ন আইওএস ১৭.২ আপডেটে আই মেসেজে আরও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে