Ajker Patrika

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করা যাবে

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৯: ০৯
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করা যাবে

স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার সুবিধা ছিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপের চ্যানেলের জন্য ৬০ সেকেন্ডের স্টাটাস আপডেটটি বেশি কাজে লাগবে। কারণ এর মাধ্যমে চ্যানেলগুলো প্রয়োজনীয় বার্তা আরও ভালোভাবে ফলোয়ারদের কাছে পৌঁছানো যাবে।

ফিচারটি সম্পর্কে সর্বপ্রথম জানায় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ৭.৬ বেটা সংস্করণে পাওয়া যাবে। এটি ব্যবহারের জন্য এই বেটা সংস্করণ ডাউনলোড করতে হবে।

স্ট্যাটাস আপডেট ফিচার হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার। এর মাধ্যমে ছবি, জিফ, টেক্সট ও ভিডিও যুক্ত করা যায়। তবে এগুলো এই ফিচারের মাধ্যমে দেওয়া স্ট্যাটাসগুলো শুধু ২৪ ঘণ্টা থাকে।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। এ ছাড়া ভারতীয় ব্যবহারকারীদের জন্য ইউপিআই পেমেন্টের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। পেমেন্ট ফিচারে স্ক্যান করে বিভিন্ন সেবার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেমেন্ট করা যাবে।

ফিচারগুলো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারগুলো সকল ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বলে আশা করা যায়।

গত ফেব্রুয়ারিতে চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে। এর ফলে টেক্সটগুলো হাইলাইট হবে। অর্থাৎ টেক্সটগুলো সাধারণ টেক্সট থেকে আলাদা করা যাবে ও সুশৃঙ্খলভাবে থাকবে। অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকে এসব ফিচার ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র: বাজেটে ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত