Ajker Patrika

গত বছর হ্যাকারদের ১ কোটি ডলার পুরস্কার দিয়েছে গুগল

গত বছর হ্যাকারদের ১ কোটি ডলার পুরস্কার দিয়েছে গুগল

নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষককে ১ কোটি ডলার পুরস্কার দিয়েছে টেক জায়ান্ট গুগল। কোম্পানিটির পণ্য ও সেবায় বিভিন্ন ত্রুটি খুঁজে দেওয়ার জন্য গবেষক ও ডেভেলপারদের এই পুরস্কার দেওয়া হয়। 

উল্লেখ্য, এই ধরনের বিশেষজ্ঞদের সাধারণত এথিক্যাল হ্যাকার বলা হয়। তাঁরা এই কাজে পেশাদার। বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার ও সেবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেন তাঁরা।

২০২২ সালের গুগলের ‘ভালনারবিলিটি রিওয়ার্ড’ প্রোগ্রামের আওতায় ১ কোটি ২০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছিল। তবে এবারের অঙ্কটি কম হলেও ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এতে গুগলের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারের অংশগ্রহণ বোঝা যায়।

২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য সর্বোচ্চ ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার পুরস্কার পেয়েছেন একজন। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম উন্মোচন করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য প্রোগ্রামটি ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেয়। 
গুগল অ্যান্ড্রয়েডের জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে। 

পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্যও গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea.io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে। 

ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে গুগল। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিনগুণ করা হবে। এটি ২০২৩ সালের ১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।

পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়। 

এ ছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলোর নিরাপত্তা ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেয়। বাগসওয়াট লাইভ–হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই সেবার ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান। 

তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত