স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল। এই টুল ব্যবহার করে ওয়েব সেমিনার, কর্মীদের প্রশিক্ষণ ও ক্লাস প্রেজেন্টেশনের সময় নিজের ভিডিও ধারণ করা যাবে। থার্ড পার্টি অ্যাপের আর কোনো প্রয়োজন হবে না।
গুগল বলছে, কম্পিউটারের ওয়েবক্যাম বা এক্সটার্নাল ক্যামেরা ও মাইক্রোফোন হার্ডওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশনের সঙ্গে ভিডিও যুক্ত করতে পারবেন স্লাইড ব্যবহারকারীরা ।
স্ল্যাইডের টুলবারের ডান দিকে ‘রেকর্ড’ বাটন থাকবে। প্রতিটি সেশন রেকর্ডের জন্য ৩০ মিনিটের সীমা বেঁধে দেওয়া হবে। ভিডিও রেকর্ডিংগুলো গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। পপ আপ অপশনের মাধ্যমে প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত ভিডিওগুলো শেয়ার ও ডিলিট করা যাবে।
অ্যাপের সেটিংস থেকে ক্যামেরা ও মাইক্রোফোন নির্বাচন করা যাবে। নির্দিষ্ট রেকর্ডিং স্টুডিও ইন্টারফেস নির্বাচন করার পর রেকর্ডিং শুরু হবে। প্রতিটি স্লাইডের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজের ভিডিও এক কোনায় দেখা যাবে। রেকর্ডিং পুনরায় শুরু করার জন্য ‘পজ’ করে ‘রি-রেকর্ডে’ ক্লিক করতে হবে। আর রেকর্ডিং সেভ করার জন্য ‘পজ’ করে ‘সেভ টু ড্রাইভ’ অপশনে ক্লিক করতে হবে।
ফিচারটি শুধু ডেস্কটপের ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের অ্যাপে এই ফিচার পাওয়া যাবে না। ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ওয়ার্কস্পেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস ও এডুকেশন প্লাসের সাবস্ক্রিপশন লাগব।
রেকর্ডিং ফিচারটি গুগল দুই ধাপে ছাড়বে। র্যাপিড রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য এই ফিচার গত ২৮ নভেম্বর ছাড়া হয়েছে। ২০২৪ সালের ২ জানুয়ারিতে দ্বিতীয় ধাপে এই ফিচার শিডিউল রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য ছাড়া হবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল। এই টুল ব্যবহার করে ওয়েব সেমিনার, কর্মীদের প্রশিক্ষণ ও ক্লাস প্রেজেন্টেশনের সময় নিজের ভিডিও ধারণ করা যাবে। থার্ড পার্টি অ্যাপের আর কোনো প্রয়োজন হবে না।
গুগল বলছে, কম্পিউটারের ওয়েবক্যাম বা এক্সটার্নাল ক্যামেরা ও মাইক্রোফোন হার্ডওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশনের সঙ্গে ভিডিও যুক্ত করতে পারবেন স্লাইড ব্যবহারকারীরা ।
স্ল্যাইডের টুলবারের ডান দিকে ‘রেকর্ড’ বাটন থাকবে। প্রতিটি সেশন রেকর্ডের জন্য ৩০ মিনিটের সীমা বেঁধে দেওয়া হবে। ভিডিও রেকর্ডিংগুলো গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। পপ আপ অপশনের মাধ্যমে প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত ভিডিওগুলো শেয়ার ও ডিলিট করা যাবে।
অ্যাপের সেটিংস থেকে ক্যামেরা ও মাইক্রোফোন নির্বাচন করা যাবে। নির্দিষ্ট রেকর্ডিং স্টুডিও ইন্টারফেস নির্বাচন করার পর রেকর্ডিং শুরু হবে। প্রতিটি স্লাইডের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজের ভিডিও এক কোনায় দেখা যাবে। রেকর্ডিং পুনরায় শুরু করার জন্য ‘পজ’ করে ‘রি-রেকর্ডে’ ক্লিক করতে হবে। আর রেকর্ডিং সেভ করার জন্য ‘পজ’ করে ‘সেভ টু ড্রাইভ’ অপশনে ক্লিক করতে হবে।
ফিচারটি শুধু ডেস্কটপের ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের অ্যাপে এই ফিচার পাওয়া যাবে না। ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ওয়ার্কস্পেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস ও এডুকেশন প্লাসের সাবস্ক্রিপশন লাগব।
রেকর্ডিং ফিচারটি গুগল দুই ধাপে ছাড়বে। র্যাপিড রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য এই ফিচার গত ২৮ নভেম্বর ছাড়া হয়েছে। ২০২৪ সালের ২ জানুয়ারিতে দ্বিতীয় ধাপে এই ফিচার শিডিউল রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য ছাড়া হবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কেন্দ্রস্থল যেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশবার্ন। ডালাস বিমানবন্দরে নামার আগে জানালার পাশে বসে থাকা যাত্রীরা দেখতে পারেন সারি সারি সাদা ছাদওয়ালা বাক্সসদৃশ ভবন। এগুলো আসলে ডেটা সেন্টার, যেগুলো নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে বড় ডেটা ক্লাস্টার। শুধু গত বছরই এগুলো
১ ঘণ্টা আগেএকসময় ফ্রিল্যান্সিং অথবা অনলাইন আয় বলতে আমরা বুঝতাম কম্পিউটারে টাইপিং, ডেটা এন্ট্রি, ওয়েব ডিজাইন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল কাজ। কিন্তু প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। এর নেতৃত্বে আছেন অরবিন্দ শ্রীনিবাস। ২০২২ সালে বাজারে আসা এই নবীন প্রতিষ্ঠান হঠাৎ ঘোষণা দেয়, তারা ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে ক্রোম ব্রাউজার কিনতে চায়! সংস্থাটি মাত্র তিন বছর আগে তৈরি হলেও বর্তমানে বাজারে এর মূল্য ১৮ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি কোম্পানি ইন্টেলে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করছে জাপানের কোম্পানি সফটব্যাংক গ্রুপ। গতকাল সোমবার ঘোষিত এই বিনিয়োগের ফলে ইন্টেলের শীর্ষ ১০ শেয়ারহোল্ডারের মধ্যে জায়গা করে নেবে সফটব্যাংক। এদিকে অর্থনৈতিক সংকটে থেকে রক্ষা করতে টেক জায়ান্টটির পাশে দাঁড়ানোর...
৪ ঘণ্টা আগে