Ajker Patrika

স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২: ৩১
স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল

স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল। এই টুল ব্যবহার করে ওয়েব সেমিনার, কর্মীদের প্রশিক্ষণ ও ক্লাস প্রেজেন্টেশনের সময় নিজের ভিডিও ধারণ করা যাবে। থার্ড পার্টি অ্যাপের আর কোনো প্রয়োজন হবে না। 

গুগল বলছে, কম্পিউটারের ওয়েবক্যাম বা এক্সটার্নাল ক্যামেরা ও মাইক্রোফোন হার্ডওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশনের সঙ্গে ভিডিও যুক্ত করতে পারবেন স্লাইড ব্যবহারকারীরা । 

স্ল্যাইডের টুলবারের ডান দিকে ‘রেকর্ড’ বাটন থাকবে। প্রতিটি সেশন রেকর্ডের জন্য ৩০ মিনিটের সীমা বেঁধে দেওয়া হবে। ভিডিও রেকর্ডিংগুলো গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। পপ আপ অপশনের মাধ্যমে প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত ভিডিওগুলো শেয়ার ও ডিলিট করা যাবে। 

অ্যাপের সেটিংস থেকে ক্যামেরা ও মাইক্রোফোন নির্বাচন করা যাবে। নির্দিষ্ট রেকর্ডিং স্টুডিও ইন্টারফেস নির্বাচন করার পর রেকর্ডিং শুরু হবে। প্রতিটি স্লাইডের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজের ভিডিও এক কোনায় দেখা যাবে। রেকর্ডিং পুনরায় শুরু করার জন্য ‘পজ’ করে ‘রি-রেকর্ডে’ ক্লিক করতে হবে। আর রেকর্ডিং সেভ করার জন্য ‘পজ’ করে ‘সেভ টু ড্রাইভ’ অপশনে ক্লিক করতে হবে। 

ফিচারটি শুধু ডেস্কটপের ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের অ্যাপে এই ফিচার পাওয়া যাবে না। ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ওয়ার্কস্পেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস ও এডুকেশন প্লাসের সাবস্ক্রিপশন লাগব। 

রেকর্ডিং ফিচারটি গুগল দুই ধাপে ছাড়বে। র‍্যাপিড রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য এই ফিচার গত ২৮ নভেম্বর ছাড়া হয়েছে। ২০২৪ সালের ২ জানুয়ারিতে দ্বিতীয় ধাপে এই ফিচার শিডিউল রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য ছাড়া হবে। 

তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত