কোনো নকিয়া ফোনে অ্যাপলের অপারেটিং সিস্টেম চলতে দেখলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই অসম্ভব বিষয়টিই করে দেখিয়েছেন এক হ্যাকার। উইন্ডোজ ফোন নকিয়া লুমিয়া ১০২০-এর কেসে আইফোন এসই ৩-এর যন্ত্রাংশ প্রবেশ করিয়ে এক অভিনব হাইব্রিড স্মার্টফোন তৈরি করেছেন তিনি।
লুমিয়া ফোনগুলো তাদের রঙিন পলিকার্বনেট কেস এবং চমৎকার বাঁকানো ডিসপ্লের জন্য বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে লুমিয়া ১০২০ তার ৪১ এমপি সেন্সর ক্যামেরার জন্য বিখ্যাত। এই হাইব্রিড ফোনে শুধু লুমিয়ার কেস ও সামনের গ্লাস ব্যবহার করা হয়েছে। ভেতরের সবকিছুই আইফোন এসই-৩-এর যন্ত্রাংশ, যা অ্যাপলের এ১৫ বায়োনিক চিপে চলে এবং সাধারণ আইফোনের মতোই আইওএস ১৮.৩. ১ ব্যবহার করে।
ফোনটি চালু করার পর আইওএসের ইন্টারফেস দেখা যায়, যা একদমই উইন্ডোজ ফোনের এর লাইভ টাইলসের এর বিপরীত। এই ডিভাইসটি এতটাই গভীরভাবে আইফোনের মতো যে, এটি আইওএস আপডেট পায়,৫জি সাপোর্ট করে এবং অ্যাপল এয়ারপ্লে সেবার সঙ্গেও কাজ করে। একমাত্র যা কাজ করে না, তা হলো—ওয়্যারলেস চার্জিং এবং অ্যাপল পে।
অত্যন্ত নিখুঁতভাবে হাইব্রিড ডিভাইসটি তৈরি করা হয়েছে। লুমিয়ার সামনের গ্লাসটি পুনরায় ল্যামিনেট করা হয়েছে, যাতে এতে আইফোন এসই ৩-এর এলসিডি ডিসপ্লে এটে যেতে পারে। আইফোনের সেলফি ক্যামেরাটি সাবধানে লুমিয়া ফোনে স্থাপন করা হয়েছে। এমনকি বাটনগুলোও নিজের জায়গায় রয়েছে এবং লুমিয়ার ক্যামেরা শাটার বাটনটি এখন ভলিউম বাটনের সঙ্গে যুক্ত। ছবি তোলার জন্য ক্যামেরার শাটার বাটনটি কাজ করবে। আবার এটি কোনো কাজে না লাগলেও অতিরিক্ত ভলিউম ডাউন বাটন হিসেবে ব্যবহার করা যায়।
আরও অবাক করা বিষয় হলো—লুমিয়া ১০২০-এর বিশাল ক্যামেরা বাম্প এখনো রয়েছে, কিন্তু সেখানে ৪১ এমপির পিউরভিউ সেন্সর নয়, বরং আইফোন এসই ৩-এর ১২ এমপির ক্যামেরা বসানো হয়েছে। এর নিচে রয়েছে একটি স্বচ্ছ টাচ আইডি সেন্সর, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লুমিয়া যুগে যখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, তখন এটি আজকের দিনে একটি অভিনব সংযোজন।
এই হাইব্রিড ডিভাইসটির মজার ব্যাপার হলো—প্রথম দেখায় মনে হবে ফোনটিতে একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। তবে, আরও কাছ থেকে দেখলে বোঝা যাবে, এটি আসলে অ্যাপলের লাইটনিং পোর্ট, যা মাইক্রো-ইউএসবি শেলের মধ্যে লুকানো।
এই প্রকল্পটি আসলে শুধু তাত্ত্বিক বিষয় নয় বরং এটি একটি পুরোপুরি কার্যকরী ডিভাইস। ডিভাইসটি সম্পর্কে নির্মাতা বলেন, এর ৯৩ শতাংশ ব্যাটারি লাইফ রয়েছে, সিগনাল ভালো এবং এটি একটি দ্বিতীয় ফোন হিসেবে ব্যবহার করা যায়।
মূলত দুটি ভিন্ন ডিজাইন দর্শনের সংযোগ হিসেবে প্রকল্পটিকে দেখা যায়। এক সময়ে ফটোগ্রাফির জন্য জনপ্রিয় ছিল নকিয়া লুমিয়া। অন্যদিকে, আইফোন এসই৩-এর ডিজাইন হচ্ছে সাধারণ এবং এমন একটি মডার্ন ডিভাইস, যা আইফোন ৬-এর ডিজাইন থেকে খুব বেশি পরিবর্তন পায়নি।
এই প্রকল্পটি কোনো ব্যবহারিক উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। এটি নিছক আগ্রহের কারণেই পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়। এই অদ্ভুত ডিভাইসের নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ‘ওশেনডেপথ ৯৫০২৮’ নামে পরিচিত।
কোনো নকিয়া ফোনে অ্যাপলের অপারেটিং সিস্টেম চলতে দেখলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই অসম্ভব বিষয়টিই করে দেখিয়েছেন এক হ্যাকার। উইন্ডোজ ফোন নকিয়া লুমিয়া ১০২০-এর কেসে আইফোন এসই ৩-এর যন্ত্রাংশ প্রবেশ করিয়ে এক অভিনব হাইব্রিড স্মার্টফোন তৈরি করেছেন তিনি।
লুমিয়া ফোনগুলো তাদের রঙিন পলিকার্বনেট কেস এবং চমৎকার বাঁকানো ডিসপ্লের জন্য বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে লুমিয়া ১০২০ তার ৪১ এমপি সেন্সর ক্যামেরার জন্য বিখ্যাত। এই হাইব্রিড ফোনে শুধু লুমিয়ার কেস ও সামনের গ্লাস ব্যবহার করা হয়েছে। ভেতরের সবকিছুই আইফোন এসই-৩-এর যন্ত্রাংশ, যা অ্যাপলের এ১৫ বায়োনিক চিপে চলে এবং সাধারণ আইফোনের মতোই আইওএস ১৮.৩. ১ ব্যবহার করে।
ফোনটি চালু করার পর আইওএসের ইন্টারফেস দেখা যায়, যা একদমই উইন্ডোজ ফোনের এর লাইভ টাইলসের এর বিপরীত। এই ডিভাইসটি এতটাই গভীরভাবে আইফোনের মতো যে, এটি আইওএস আপডেট পায়,৫জি সাপোর্ট করে এবং অ্যাপল এয়ারপ্লে সেবার সঙ্গেও কাজ করে। একমাত্র যা কাজ করে না, তা হলো—ওয়্যারলেস চার্জিং এবং অ্যাপল পে।
অত্যন্ত নিখুঁতভাবে হাইব্রিড ডিভাইসটি তৈরি করা হয়েছে। লুমিয়ার সামনের গ্লাসটি পুনরায় ল্যামিনেট করা হয়েছে, যাতে এতে আইফোন এসই ৩-এর এলসিডি ডিসপ্লে এটে যেতে পারে। আইফোনের সেলফি ক্যামেরাটি সাবধানে লুমিয়া ফোনে স্থাপন করা হয়েছে। এমনকি বাটনগুলোও নিজের জায়গায় রয়েছে এবং লুমিয়ার ক্যামেরা শাটার বাটনটি এখন ভলিউম বাটনের সঙ্গে যুক্ত। ছবি তোলার জন্য ক্যামেরার শাটার বাটনটি কাজ করবে। আবার এটি কোনো কাজে না লাগলেও অতিরিক্ত ভলিউম ডাউন বাটন হিসেবে ব্যবহার করা যায়।
আরও অবাক করা বিষয় হলো—লুমিয়া ১০২০-এর বিশাল ক্যামেরা বাম্প এখনো রয়েছে, কিন্তু সেখানে ৪১ এমপির পিউরভিউ সেন্সর নয়, বরং আইফোন এসই ৩-এর ১২ এমপির ক্যামেরা বসানো হয়েছে। এর নিচে রয়েছে একটি স্বচ্ছ টাচ আইডি সেন্সর, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লুমিয়া যুগে যখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, তখন এটি আজকের দিনে একটি অভিনব সংযোজন।
এই হাইব্রিড ডিভাইসটির মজার ব্যাপার হলো—প্রথম দেখায় মনে হবে ফোনটিতে একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। তবে, আরও কাছ থেকে দেখলে বোঝা যাবে, এটি আসলে অ্যাপলের লাইটনিং পোর্ট, যা মাইক্রো-ইউএসবি শেলের মধ্যে লুকানো।
এই প্রকল্পটি আসলে শুধু তাত্ত্বিক বিষয় নয় বরং এটি একটি পুরোপুরি কার্যকরী ডিভাইস। ডিভাইসটি সম্পর্কে নির্মাতা বলেন, এর ৯৩ শতাংশ ব্যাটারি লাইফ রয়েছে, সিগনাল ভালো এবং এটি একটি দ্বিতীয় ফোন হিসেবে ব্যবহার করা যায়।
মূলত দুটি ভিন্ন ডিজাইন দর্শনের সংযোগ হিসেবে প্রকল্পটিকে দেখা যায়। এক সময়ে ফটোগ্রাফির জন্য জনপ্রিয় ছিল নকিয়া লুমিয়া। অন্যদিকে, আইফোন এসই৩-এর ডিজাইন হচ্ছে সাধারণ এবং এমন একটি মডার্ন ডিভাইস, যা আইফোন ৬-এর ডিজাইন থেকে খুব বেশি পরিবর্তন পায়নি।
এই প্রকল্পটি কোনো ব্যবহারিক উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। এটি নিছক আগ্রহের কারণেই পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়। এই অদ্ভুত ডিভাইসের নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ‘ওশেনডেপথ ৯৫০২৮’ নামে পরিচিত।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১০ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১০ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৩ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগে