বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের কত বেতন দেয় তা নিয়ে সবার আগ্রহ থাকে। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর চেয়ে গুগল ও মেটা ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয় বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে। যদিও গত বছর ও এ বছরের শুরুতে দুই কোম্পানিই বহু কর্মী ছাঁটাই করেছে।
প্রযুক্তিকর্মীদের পেশাদার ফোরাম ব্লাইন্ড গ্রুপে বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়, অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফটের মত প্রযুক্তি কোম্পানির চেয়ে গুগল ও মেটা তাদের ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয়। অন্যান্য কোম্পানিদের তুলনায় অ্যাপল ও মাইক্রোসফট চাকরির শুরুতে সবচেয়ে কম বেতন দেয়।
২০২২ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট মাস পর্যন্ত ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে ফোরামটি। ব্লাইন্ডে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীকে পেশা সংশ্লিষ্ট ইমেইল (ওয়ার্ক ইমেইল) ব্যবহার করতে হয়। এর ফলে অ্যাকাউন্টগুলোর সত্যতা ব্লাইন্ড যাচাই করতে পারে।
বেতন সম্পর্কিত অন্যান্য তথ্য
ব্লাইন্ডের তথ্য অনুসারে, অ্যামাজনে পদোন্নতিতে অনেক সময় লাগে। আর ইঞ্জিনিয়ারদের জন্য বেতনের অনেকগুলি ব্যান্ড বা স্কেল রয়েছে। তাই কর্মী ছাঁটাইয়ে ক্ষতিপূরণ ভিন্ন ভিন্ন হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কর্মীদের তুলনামূলক কম বেতন দিলেও নিয়মিত দেয়। বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও নিয়মমাফিক বেতন দেয় গুগল। অর্থাৎ নিম্ন স্তরের কোনো কর্মী উচ্চ স্তরের কর্মীর চেয়ে বেশি বেতন পাবেন না।
মেটার কর্মীদের সবচেয়ে দ্রুত পদোন্নতি হয়। তাদের বেতনও সবচেয়ে বেশি।
মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য জবের বিভিন্ন স্তর রয়েছে। তাই এই কোম্পানির কর্মীদের দ্রুত পদোন্নতি হয়। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত কর্মীদের মোট ক্ষতিপূরণ ঊর্ধ্বতন কর্মীদের চেয়ে কম হয়।
বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের কত বেতন দেয় তা নিয়ে সবার আগ্রহ থাকে। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর চেয়ে গুগল ও মেটা ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয় বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে। যদিও গত বছর ও এ বছরের শুরুতে দুই কোম্পানিই বহু কর্মী ছাঁটাই করেছে।
প্রযুক্তিকর্মীদের পেশাদার ফোরাম ব্লাইন্ড গ্রুপে বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়, অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফটের মত প্রযুক্তি কোম্পানির চেয়ে গুগল ও মেটা তাদের ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয়। অন্যান্য কোম্পানিদের তুলনায় অ্যাপল ও মাইক্রোসফট চাকরির শুরুতে সবচেয়ে কম বেতন দেয়।
২০২২ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট মাস পর্যন্ত ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে ফোরামটি। ব্লাইন্ডে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীকে পেশা সংশ্লিষ্ট ইমেইল (ওয়ার্ক ইমেইল) ব্যবহার করতে হয়। এর ফলে অ্যাকাউন্টগুলোর সত্যতা ব্লাইন্ড যাচাই করতে পারে।
বেতন সম্পর্কিত অন্যান্য তথ্য
ব্লাইন্ডের তথ্য অনুসারে, অ্যামাজনে পদোন্নতিতে অনেক সময় লাগে। আর ইঞ্জিনিয়ারদের জন্য বেতনের অনেকগুলি ব্যান্ড বা স্কেল রয়েছে। তাই কর্মী ছাঁটাইয়ে ক্ষতিপূরণ ভিন্ন ভিন্ন হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কর্মীদের তুলনামূলক কম বেতন দিলেও নিয়মিত দেয়। বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও নিয়মমাফিক বেতন দেয় গুগল। অর্থাৎ নিম্ন স্তরের কোনো কর্মী উচ্চ স্তরের কর্মীর চেয়ে বেশি বেতন পাবেন না।
মেটার কর্মীদের সবচেয়ে দ্রুত পদোন্নতি হয়। তাদের বেতনও সবচেয়ে বেশি।
মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য জবের বিভিন্ন স্তর রয়েছে। তাই এই কোম্পানির কর্মীদের দ্রুত পদোন্নতি হয়। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত কর্মীদের মোট ক্ষতিপূরণ ঊর্ধ্বতন কর্মীদের চেয়ে কম হয়।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে