প্রযুক্তি ডেস্ক
প্রতি বছর ২১ মার্চ ইউনেসকো বিশ্ব কবিতা দিবস উদ্যাপন করে। ১৯৯৯ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। মনে করা হয়, কবিতার জন্ম হাজার হাজার বছর আগে। মৌখিক ও লিখিত রূপে বাঁচিয়ে রাখা হয়েছে একে। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে কবিতার অসংখ্য ধরন রয়েছে।
কবিতার জনপ্রিয় কয়েকটি ধরন হলো—
হাইকু: তিন লাইনের কবিতা। যার প্রথম লাইনের সিলেবল সংখ্যা পাঁচ, এরপরের লাইনে সাত এবং সর্বশেষ লাইনে পাঁচ।
লিমেরিক: হাস্যরসমূলক পাঁচ লাইনের কবিতা।
সনেট: সনেট বা চতুর্দশপদী কবিতা মূলত ১৪ লাইনের কবিতা। যেটি মূলত ২ ভাগে বিভক্ত হয়। প্রথম অংশে ৮ লাইন ও পরের অংশে থাকে ৬ লাইন। প্রথম আট লাইনকে অষ্টক এবং পরবর্তী ছয় লাইনকে ষষ্ঠক বলে।
ভিলেনেল: ভিলেনেল মূলত ১৯ লাইনের কবিতা। ৫টি ৩ লাইনের চরণ ও একটি ৪ লাইনের চরণ দিয়ে গঠিত।
মুক্ত শ্লোক: এটি মূলত কোনো নির্দিষ্ট কাঠামো ছাড়া কবিতা।
গজল: একটি নির্দিষ্ট ছন্দের কবিতার আরবি ও ফারসি রূপ।
গদ্য কবিতা: গদ্যের ধরনে লেখা কবিতা।
ওড: এই ধরনের কবিতা মূলত নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়।
সেস্টিনা: মূলত ৩৯ লাইনের কবিতা যার ৬ লাইনের ৬টি চরণ থাকে এবং একটি ৩ লাইনের চরণ থাকে।
মহাকাব্য: দীর্ঘ বর্ণনামূলক কবিতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি কবিতা লিখতে পারে
কবিতাকে মানুষের অভিব্যক্তি প্রকাশের অন্যতম শৈল্পিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতিকে আমলে নিয়ে আমরা চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে দিই। চ্যাটজিপিটিকে শেক্সপিয়ারের একটি সনেটের মতো করে কবিতা লিখে দিতে নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কবিতা লিখতে বলা হয়েছিল চ্যাটজিপিটিকে। পাশাপাশি মিলিয়ে দেখুন দুটি সনেট:
কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্য এখন গল্প, সংবাদ প্রতিবেদন, উপন্যাস, চিত্রকল্প এমনকি সিনেমাও বানিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো নতুন জ্ঞান উৎপাদন এবং মৌলিক সৃষ্টিতে মানুষের কাছাকাছিও আসতে পারবে না।
প্রতি বছর ২১ মার্চ ইউনেসকো বিশ্ব কবিতা দিবস উদ্যাপন করে। ১৯৯৯ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। মনে করা হয়, কবিতার জন্ম হাজার হাজার বছর আগে। মৌখিক ও লিখিত রূপে বাঁচিয়ে রাখা হয়েছে একে। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে কবিতার অসংখ্য ধরন রয়েছে।
কবিতার জনপ্রিয় কয়েকটি ধরন হলো—
হাইকু: তিন লাইনের কবিতা। যার প্রথম লাইনের সিলেবল সংখ্যা পাঁচ, এরপরের লাইনে সাত এবং সর্বশেষ লাইনে পাঁচ।
লিমেরিক: হাস্যরসমূলক পাঁচ লাইনের কবিতা।
সনেট: সনেট বা চতুর্দশপদী কবিতা মূলত ১৪ লাইনের কবিতা। যেটি মূলত ২ ভাগে বিভক্ত হয়। প্রথম অংশে ৮ লাইন ও পরের অংশে থাকে ৬ লাইন। প্রথম আট লাইনকে অষ্টক এবং পরবর্তী ছয় লাইনকে ষষ্ঠক বলে।
ভিলেনেল: ভিলেনেল মূলত ১৯ লাইনের কবিতা। ৫টি ৩ লাইনের চরণ ও একটি ৪ লাইনের চরণ দিয়ে গঠিত।
মুক্ত শ্লোক: এটি মূলত কোনো নির্দিষ্ট কাঠামো ছাড়া কবিতা।
গজল: একটি নির্দিষ্ট ছন্দের কবিতার আরবি ও ফারসি রূপ।
গদ্য কবিতা: গদ্যের ধরনে লেখা কবিতা।
ওড: এই ধরনের কবিতা মূলত নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়।
সেস্টিনা: মূলত ৩৯ লাইনের কবিতা যার ৬ লাইনের ৬টি চরণ থাকে এবং একটি ৩ লাইনের চরণ থাকে।
মহাকাব্য: দীর্ঘ বর্ণনামূলক কবিতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি কবিতা লিখতে পারে
কবিতাকে মানুষের অভিব্যক্তি প্রকাশের অন্যতম শৈল্পিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতিকে আমলে নিয়ে আমরা চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে দিই। চ্যাটজিপিটিকে শেক্সপিয়ারের একটি সনেটের মতো করে কবিতা লিখে দিতে নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কবিতা লিখতে বলা হয়েছিল চ্যাটজিপিটিকে। পাশাপাশি মিলিয়ে দেখুন দুটি সনেট:
কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্য এখন গল্প, সংবাদ প্রতিবেদন, উপন্যাস, চিত্রকল্প এমনকি সিনেমাও বানিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো নতুন জ্ঞান উৎপাদন এবং মৌলিক সৃষ্টিতে মানুষের কাছাকাছিও আসতে পারবে না।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে