প্রযুক্তি ডেস্ক
আগামী কয়েক মাস কোনো নতুন কর্মী নিয়োগ দেবে না প্রযুক্তি জায়ান্ট আমাজন। মূলত অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
আমাজনের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালিটি চলতি সপ্তাহে কর্মীদের উদ্দেশে এই ঘোষণা দেন। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে আমাজনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গ্যালিটি বলেন, ‘আমরা এরই মধ্যে আমাদের কয়েকটি ব্যবসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাকি ব্যবসাগুলোকেও এই সিদ্ধান্তের আওতায় আনছি। কর্মী না নেওয়ার এই সিদ্ধান্ত আগামী কয়েক মাসের বহাল থাকবে বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে আমরা অর্থনীতি এবং আমাদের ব্যবসায়ে এর প্রভাব আমলে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’
তবে আমাজন থেকে এরই মধ্যে যারা চাকরি ছেড়ে বা অন্য কারণে পদ খালি হয়েছে সেগুলোতে কর্মী নিয়োগ চলবে। এ ছাড়া কিছু নির্দিষ্ট ক্ষেত্রেও আমাজন কর্মী নিয়োগ অব্যাহত রাখবে বলে জানান গ্যালিটি।
কোভিড মহামারির সময় যখন অন্য অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল তখন আমাজনের আয় বেড়েছিল কয়েক গুণ। মানুষের অনলাইন শপিংয়ের প্রতি নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় আমাজনের ব্যবসা বেড়েছিল। তবে কোভিডের প্রাদুর্ভাব কমে আসার পর মানুষ আবার সশরীরে কেনাকাটা করতে শুরু করেছে। সেই বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব এবং খরচ করার ক্ষেত্রে মানুষের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আমাজনকে। সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, এ বছর আমাজনের শেয়ারের দাম কমেছে প্রায় ৪৫ শতাংশ।
বিগত মাসগুলোতে গুগল, ফেসবুক, টুইটারের মতো প্রতিষ্ঠানও খরচ কমাতে নতুন কর্মী নিয়োগ কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আগামী কয়েক মাস কোনো নতুন কর্মী নিয়োগ দেবে না প্রযুক্তি জায়ান্ট আমাজন। মূলত অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
আমাজনের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালিটি চলতি সপ্তাহে কর্মীদের উদ্দেশে এই ঘোষণা দেন। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে আমাজনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গ্যালিটি বলেন, ‘আমরা এরই মধ্যে আমাদের কয়েকটি ব্যবসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাকি ব্যবসাগুলোকেও এই সিদ্ধান্তের আওতায় আনছি। কর্মী না নেওয়ার এই সিদ্ধান্ত আগামী কয়েক মাসের বহাল থাকবে বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে আমরা অর্থনীতি এবং আমাদের ব্যবসায়ে এর প্রভাব আমলে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’
তবে আমাজন থেকে এরই মধ্যে যারা চাকরি ছেড়ে বা অন্য কারণে পদ খালি হয়েছে সেগুলোতে কর্মী নিয়োগ চলবে। এ ছাড়া কিছু নির্দিষ্ট ক্ষেত্রেও আমাজন কর্মী নিয়োগ অব্যাহত রাখবে বলে জানান গ্যালিটি।
কোভিড মহামারির সময় যখন অন্য অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল তখন আমাজনের আয় বেড়েছিল কয়েক গুণ। মানুষের অনলাইন শপিংয়ের প্রতি নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় আমাজনের ব্যবসা বেড়েছিল। তবে কোভিডের প্রাদুর্ভাব কমে আসার পর মানুষ আবার সশরীরে কেনাকাটা করতে শুরু করেছে। সেই বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব এবং খরচ করার ক্ষেত্রে মানুষের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আমাজনকে। সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, এ বছর আমাজনের শেয়ারের দাম কমেছে প্রায় ৪৫ শতাংশ।
বিগত মাসগুলোতে গুগল, ফেসবুক, টুইটারের মতো প্রতিষ্ঠানও খরচ কমাতে নতুন কর্মী নিয়োগ কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে