সৈকত দে
কথায় আছে ভালো ঘুম শরীর ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক। আমরা অনেকেই রাতে ভালো ঘুমানোর জন্য রীতিমতো যুদ্ধ করি। নিয়মিত ঘুমাতে পারা অনেকের কাছেই স্বপ্নের মতো বিষয়। সুপরিকল্পিত হেডফোন এই সমস্যার সমাধানে কাজ করে চলেছে। বলা যায়, ছোটবেলার ঘুমপাড়ানি মাসি-পিসির দায়িত্ব এখন নিয়েছে হেডফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববাজার ঘেঁটে পাওয়া সেরা চারটি হেডফোন নিয়ে সিএনএন অবলম্বনে এই রচনা।
অ্যাঙ্কার স্লিপ এ টেনের সাউন্ডকোর
সাউন্ডকোর ঘুমে সাহায্য করার জন্য শ্রেষ্ঠ হেডফোন। সারা রাত কানে রেখে দেওয়ার জন্য সবচেয়ে আরামদায়ক। সঙ্গীর নাক ডাকা থেকে শুরু করে বাইরের সব শব্দ থেকে সুরক্ষা দিতে পারে এটি। নানা রকম সুশ্রাব্য শব্দের নিজস্ব সংগ্রহ আছে সাউন্ডকোরের, যা সহজে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। গ্রাহকের স্বনির্বাচিত সুর ব্লুটুথে শোনার ব্যবস্থা রেখেছেন নির্মাতারা। ব্যবহারকারীদের রিভিউ থেকে জানা যায়, এই হেডফোনের এয়ার বাড কানে বাড়তি জটিলতা তৈরি করে না।
হালকা ওজনের হওয়ায় একপাশে কাত হয়ে শুলেও হেডফোনটি কার্যক্ষমতা হারায় না। মোবাইল ফোনের আকারের ওপর নির্ভর করে তিন আকৃতির হেডফোন পাওয়া যায়। এর ডানার মতো স্ট্যাবিলাইজার কানে সেঁটে থাকতে সাহায্য করে। কর্কশ শব্দ দূর করার ফিচার চালু না করলেও সাউন্ডকোর ট্রাফিক জ্যাম বা সঙ্গীর নাক ডাকার শব্দ থেকে মুক্তি দেয়। সাউন্ডকোর অ্যাপ থেকে ফোনে মন আনন্দে ভরে থাকার শব্দ ডাউনলোড করা যায় এবং ব্লুটুথের মাধ্যমে শুনতে শুনতে ঘুমিয়েও পড়া যায়। আমাজনে এই হেডফোনের দাম পড়বে ১৩০ ডলার; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ২৪৭ টাকা প্রায়।
কোয়ায়েট অন থ্রি পয়েন্ট ওয়ান স্লিপ এয়ার বাড
এটি উচ্চমানের সক্রিয় নয়েজ ক্যানসেলিং ইয়ার প্লাগ। এই এয়ার বাডে ব্লুটুথ নেই। এটি বাইরের শব্দকে বাধা দিতে এএনসি প্রযুক্তি ব্যবহার করে। এতে শক্ত প্লাস্টিকের বদলে নরম ফোম ব্যবহার করায় কানে পরা আরামদায়ক। অল্প অর্থের বিনিময়ে ইয়ার বাড বদলে নেওয়ার ব্যবস্থা আছে। পাতলা, সাদা ডিম্বাকৃতির চার্জিং কেসে ক্ষুদ্রাকৃতির কোয়ায়েট অন থ্রি পয়েন্ট ওয়ান বাজারজাত করা হয়েছে। একবার চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত চলে। রিচার্জেবল বক্স আরও বাড়তি দুদিন সচল রাখতে সাহায্য করে। এটি মিলবে ২৮৯ ডলার বা প্রায় ৩২ হাজার টাকায়।
অ্যাকুস্টিক শিপ স্লিপ ফোনস ওয়্যারলেস
তারহীন এই হেডফোন একমাত্র হেডব্যান্ড স্টাইলের হেডফোন। বারবার ধোয়ার মতো হেডব্যান্ডের ভেতরে ব্লুটুথ ইউনিট আর ফ্ল্যাট স্পিকার রাখা আছে। মাথার ওপরে পরে নিলে গান, পডকাস্ট এসব ফোন থেকে স্ট্রিম করে শোনা যাবে। মুক্ত থাকা যাবে বাইরের বিরক্তিকর শব্দ থেকে। নরম হেডব্যান্ড এক পাশ হয়ে শোয়া সুনিদ্রাপ্রত্যাশীদের জন্য ভালো। তবে এটি জোরালো শব্দ প্রতিরোধ করতে পারে না। ব্যবহারকারীরা জানাচ্ছেন, সারা রাত পরে থাকার ফলে গরমকালে ঘেমে যাওয়ার মতো অস্বস্তি তৈরি করে। প্রতি রাতে রিচার্জ করাও এই হেডব্যান্ড হেডফোনের গ্রহণযোগ্যতা খানিক কমাতে পারে। আমাজনে ১০০ ডলার বা প্রায় ১১ হাজার টাকায় মেলে এই পণ্য।
ফিলিপস স্লিপ হেডফোন উইথ কোকুন
কোকুন প্রযুক্তির ইয়ার বাড ফিলিপসের এই জাতীয় পণ্যের দ্বিতীয় সংস্করণ। ব্যবহারকারী টোবি জানিয়েছেন, প্রথমটির চেয়ে এটি বেশ স্বস্তিদায়ক। যদিও তারযুক্ত হওয়ায় অনেকেই আনন্দ পাবেন না। তবে কানে গুঁজে রাখা ফিলিপস স্লিপ হেডফোনের এয়ার বাড খুব একটা অস্বস্তিকর নয়। কানের পরিসরের ওপর নির্ভর করে পাঁচ ধরনের আকৃতিতে মিলবে এটি। ফিলিপস স্লিপ হেডফোনের আপডেটেড অ্যাপে গ্রাহকের ঘুমিয়ে পড়া চিহ্নিত করে সুরেলা শব্দের স্বয়ংক্রিয়ভাবে কমে আসা বা বন্ধ হয়ে থাকার ব্যবস্থা একে ইউনিক হেডফোনে পরিণত করেছে। এমনকি ঘুমের শিডিউল ঠিক করে নির্ধারিত সময়ে ঘুম ভাঙানোর ব্যবস্থাও আছে এতে। এটি মাত্র ১৮৮ ডলার বা প্রায় ২১ হাজার টাকায় মিলবে কোকুন টেকনোলজির অনলাইন মার্কেটে।
কথায় আছে ভালো ঘুম শরীর ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক। আমরা অনেকেই রাতে ভালো ঘুমানোর জন্য রীতিমতো যুদ্ধ করি। নিয়মিত ঘুমাতে পারা অনেকের কাছেই স্বপ্নের মতো বিষয়। সুপরিকল্পিত হেডফোন এই সমস্যার সমাধানে কাজ করে চলেছে। বলা যায়, ছোটবেলার ঘুমপাড়ানি মাসি-পিসির দায়িত্ব এখন নিয়েছে হেডফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববাজার ঘেঁটে পাওয়া সেরা চারটি হেডফোন নিয়ে সিএনএন অবলম্বনে এই রচনা।
অ্যাঙ্কার স্লিপ এ টেনের সাউন্ডকোর
সাউন্ডকোর ঘুমে সাহায্য করার জন্য শ্রেষ্ঠ হেডফোন। সারা রাত কানে রেখে দেওয়ার জন্য সবচেয়ে আরামদায়ক। সঙ্গীর নাক ডাকা থেকে শুরু করে বাইরের সব শব্দ থেকে সুরক্ষা দিতে পারে এটি। নানা রকম সুশ্রাব্য শব্দের নিজস্ব সংগ্রহ আছে সাউন্ডকোরের, যা সহজে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। গ্রাহকের স্বনির্বাচিত সুর ব্লুটুথে শোনার ব্যবস্থা রেখেছেন নির্মাতারা। ব্যবহারকারীদের রিভিউ থেকে জানা যায়, এই হেডফোনের এয়ার বাড কানে বাড়তি জটিলতা তৈরি করে না।
হালকা ওজনের হওয়ায় একপাশে কাত হয়ে শুলেও হেডফোনটি কার্যক্ষমতা হারায় না। মোবাইল ফোনের আকারের ওপর নির্ভর করে তিন আকৃতির হেডফোন পাওয়া যায়। এর ডানার মতো স্ট্যাবিলাইজার কানে সেঁটে থাকতে সাহায্য করে। কর্কশ শব্দ দূর করার ফিচার চালু না করলেও সাউন্ডকোর ট্রাফিক জ্যাম বা সঙ্গীর নাক ডাকার শব্দ থেকে মুক্তি দেয়। সাউন্ডকোর অ্যাপ থেকে ফোনে মন আনন্দে ভরে থাকার শব্দ ডাউনলোড করা যায় এবং ব্লুটুথের মাধ্যমে শুনতে শুনতে ঘুমিয়েও পড়া যায়। আমাজনে এই হেডফোনের দাম পড়বে ১৩০ ডলার; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ২৪৭ টাকা প্রায়।
কোয়ায়েট অন থ্রি পয়েন্ট ওয়ান স্লিপ এয়ার বাড
এটি উচ্চমানের সক্রিয় নয়েজ ক্যানসেলিং ইয়ার প্লাগ। এই এয়ার বাডে ব্লুটুথ নেই। এটি বাইরের শব্দকে বাধা দিতে এএনসি প্রযুক্তি ব্যবহার করে। এতে শক্ত প্লাস্টিকের বদলে নরম ফোম ব্যবহার করায় কানে পরা আরামদায়ক। অল্প অর্থের বিনিময়ে ইয়ার বাড বদলে নেওয়ার ব্যবস্থা আছে। পাতলা, সাদা ডিম্বাকৃতির চার্জিং কেসে ক্ষুদ্রাকৃতির কোয়ায়েট অন থ্রি পয়েন্ট ওয়ান বাজারজাত করা হয়েছে। একবার চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত চলে। রিচার্জেবল বক্স আরও বাড়তি দুদিন সচল রাখতে সাহায্য করে। এটি মিলবে ২৮৯ ডলার বা প্রায় ৩২ হাজার টাকায়।
অ্যাকুস্টিক শিপ স্লিপ ফোনস ওয়্যারলেস
তারহীন এই হেডফোন একমাত্র হেডব্যান্ড স্টাইলের হেডফোন। বারবার ধোয়ার মতো হেডব্যান্ডের ভেতরে ব্লুটুথ ইউনিট আর ফ্ল্যাট স্পিকার রাখা আছে। মাথার ওপরে পরে নিলে গান, পডকাস্ট এসব ফোন থেকে স্ট্রিম করে শোনা যাবে। মুক্ত থাকা যাবে বাইরের বিরক্তিকর শব্দ থেকে। নরম হেডব্যান্ড এক পাশ হয়ে শোয়া সুনিদ্রাপ্রত্যাশীদের জন্য ভালো। তবে এটি জোরালো শব্দ প্রতিরোধ করতে পারে না। ব্যবহারকারীরা জানাচ্ছেন, সারা রাত পরে থাকার ফলে গরমকালে ঘেমে যাওয়ার মতো অস্বস্তি তৈরি করে। প্রতি রাতে রিচার্জ করাও এই হেডব্যান্ড হেডফোনের গ্রহণযোগ্যতা খানিক কমাতে পারে। আমাজনে ১০০ ডলার বা প্রায় ১১ হাজার টাকায় মেলে এই পণ্য।
ফিলিপস স্লিপ হেডফোন উইথ কোকুন
কোকুন প্রযুক্তির ইয়ার বাড ফিলিপসের এই জাতীয় পণ্যের দ্বিতীয় সংস্করণ। ব্যবহারকারী টোবি জানিয়েছেন, প্রথমটির চেয়ে এটি বেশ স্বস্তিদায়ক। যদিও তারযুক্ত হওয়ায় অনেকেই আনন্দ পাবেন না। তবে কানে গুঁজে রাখা ফিলিপস স্লিপ হেডফোনের এয়ার বাড খুব একটা অস্বস্তিকর নয়। কানের পরিসরের ওপর নির্ভর করে পাঁচ ধরনের আকৃতিতে মিলবে এটি। ফিলিপস স্লিপ হেডফোনের আপডেটেড অ্যাপে গ্রাহকের ঘুমিয়ে পড়া চিহ্নিত করে সুরেলা শব্দের স্বয়ংক্রিয়ভাবে কমে আসা বা বন্ধ হয়ে থাকার ব্যবস্থা একে ইউনিক হেডফোনে পরিণত করেছে। এমনকি ঘুমের শিডিউল ঠিক করে নির্ধারিত সময়ে ঘুম ভাঙানোর ব্যবস্থাও আছে এতে। এটি মাত্র ১৮৮ ডলার বা প্রায় ২১ হাজার টাকায় মিলবে কোকুন টেকনোলজির অনলাইন মার্কেটে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে