Ajker Patrika

প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু থেকে অল্প বয়স্কদের দূরে রাখতে কাজ করছে টিকটক 

প্রযুক্তি ডেস্ক
প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু থেকে অল্প বয়স্কদের দূরে রাখতে কাজ করছে টিকটক 

কিশোর-কিশোরীদের সুস্থ মানসিকতা রক্ষায় বেশ জোরে শোরেই মাঠে নেমেছে টিকটক। কিশোর ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু থেকে দূরে রাখতে বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত সোমবার এক সংবাদ সম্মেলনে টিকটকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছে টিকটক। অল্প বয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে কীভাবে প্রাপ্তবয়স্ক-রেটেড সামগ্রী দুরে রাখা যায় তার জন্য একটি ছোট পরীক্ষা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে কিশোর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অভিভাবকদের সংযুক্তির বিষয়টি বিবেচনায় নিচ্ছে প্রতিষ্ঠানটি। 

টিকটকের মালিকানাধীন চীনা প্রযুক্তি সংস্থা টাইটান বাইটড্যান্স বলছে, তারা এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে যেখানে কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও দেখার ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিতে পারবেন। ফলে অল্প বয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু দেখতে গেলে বাধাপ্রাপ্ত হবে। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অল্প বয়স্ক ব্যবহারকারীদের সুস্থতা এবং নিরাপত্তার বিষয়ে বেশ নজরদারির মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এর আগে শিশুদের জন্য ইনস্টাগ্রামের একটি সংস্করণ চালুর পরিকল্পনার জন্য মার্কিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছিল ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত