Ajker Patrika

গুগলের ব্যবসায় ধীরগতি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪: ২৮
গুগলের ব্যবসায় ধীরগতি

চলমান অর্থনৈতিক মন্দার কারণে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় মন্থর গতি লক্ষ করছেন ওয়ালস্ট্রিটের বিশ্লেষকেরা। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার অ্যালফাবেটের প্রকাশিত ত্রৈমাসিক এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিটের বিশ্লেষকদের অনুমানের চেয়ে গুগলের বর্তমান আয় কিছুটা কম দেখা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়কালের মধ্যে গুগল আয় করেছে ৬ হাজার ৯১০ কোটি মার্কিন ডলার, যা এ বছরের এখন পর্যন্ত মোট আয়ের মাত্র ৬ শতাংশ বেশি। এ ছাড়া গুগলের ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে গত বছরের চেয়ে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ইউটিউবের বিজ্ঞাপন খাতে আয় বেড়েছ মাত্র ২ শতাংশ। 

অন্যদিকে অ্যালফাবেটের শেয়ারমূল্য ৬ শতাংশ হ্রাস পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে চলমান অর্থনৈতিক মন্দাবস্থাকে এর জন্য দায়ী করেছেন। বিবৃতিতে পিচাই বলেন, ‘বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা আমাদের বিনিয়োগ খাতের দিকে নজর দিচ্ছি।’ 

গুগল ছাড়াও বেশ কিছু টেক প্রতিষ্ঠান চলমান অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাব তাদের অনলাইন বিজ্ঞাপন খাতে লক্ষ করতে শুরু করেছে বলে জানিয়েছে সিএনএন। উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি, মন্দার আশঙ্কাসহ রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধকে এই ব্যাবসায়িক মন্দার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত