অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
অনেকেই অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনি ব্যবহার শুরু করছেন। জেমিনিকে আরও জনপ্রিয় করতে ইউটিউব মিউজিকের এক্সটেনশন যুক্ত করেছে কোম্পানিটি। ফলে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই আপনার পছন্দের গানটি শোনাবে জেমিনি।
গত মাসেই ফিচারটি সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে গুগলের জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউটিউব এক্সটেনশনটি চালু করে দিতে হবে। তবে ফিচারটি কাজ করার জন্য জেমিনি ও ইউটিউব মিউজিকে একই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সটেনশনটি চালু করলে নির্দিষ্ট গান, অ্যালবাম, শিল্পী ও গানের ধরন অনুসারে জেমিনি গান শোনাতে পারবে। এ ছাড়া আপনার পছন্দের গান শোনাতে বললে, আপনি যেসব গান সব সময় শুনে থাকেন সেগুলোর তালিকা থেকে গান শোনাবে।
ইউটিউব মিউজিকের এক্সটেনশন ছাড়াও গুগল ফ্লাইটস, গুগল হোটেল, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কস্পেস ও ইউটিউবের এক্সটেনশনও রয়েছে। পরবর্তীতে জেমিনিতে ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্কস ও ইউটিলিটি এক্সটেনশনও যুক্ত করবে গুগল।
বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সবগুলো ফিচার জেমিনিতে নেই। তবে গুগল বলছে, ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে জেমিনি।
ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল জেমিনিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে।
গত মার্চে গুগল মেসেজে চ্যাটবট জেমিনিকে যুক্ত করে গুগল। ফলে মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লিখতে ও এডিটিংয়ে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে