উইন্ডোজ ১১-এর সফটওয়্যারগুলোর ত্রুটি সারাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করছে মাইক্রোসফট। বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে ত্রুটি শনাক্ত করে সমস্যা সমাধানে দক্ষভাবে কাজ করবে এই সিস্টেম। এ ছাড়া কোপাইলটকে আরও একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে টেক জায়ান্টটি।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘এমএসপাওয়ার উইজার’-এর কাছে পৌঁছেছে মাইক্রোসফটের একটি পেমেন্ট নথি। চলতি মাসের ফেব্রুয়ারিতে পেটেন্টটি প্রকাশ পায়। এটি একটি ২৫ পৃষ্ঠার নথি। সিস্টেমটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই নথিতে রয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, নতুন এআই সিস্টেমটি সমস্যাগুলো শনাক্ত করবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া প্রস্তাব করবে বা প্রয়োগ করবে। যদিও এআই সিস্টেমটি ডেভেলপারদের জন্য ডিজাইন করা, সাধারণ ব্যবহারকারীরাও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সারাতে পারবে এবং ‘স্মার্ট সাপোর্ট’ পাবে। এ ছাড়া সিস্টেমটি জটিল সমস্যা সম্পর্কিত রিপোর্ট তৈরি করতে পারে, যা ডেভেলপারদের আরও দক্ষভাবে ত্রুটি সারাতে সাহায্য করবে।
এমএসপাওয়ার উইজার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশটে থেকে বোঝা যায় যে, কীভাবে এআই সিস্টেমটি বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন: পিসি ক্র্যাশের কারণ বা সফটওয়্যার কোড। এ ছাড়া, সিস্টেমটি সফটওয়্যার কোডকে সাধারণ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে এটি সাধারণ মানুষের জন্য আরও অ্যাক্সেসযোগ্য হয়। এই প্রক্রিয়ায় ত্রুটি তথ্য বিশ্লেষণ করে সমস্যাটির জন্য দায়ী কোড বা তার সঙ্গে সম্পর্কিত কোড নির্ধারণ করবে এআই।
এ ছাড়া নতুন পেটেন্টের নথি থেকে জানা যায় যে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ এবং ১০-এ কোপাইলটকে আপগ্রেড করার পরিকল্পনা করছে এবং এটি একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে। অর্থাৎ রিয়েল টাইম আপডেট এবং চ্যাট ইতিহাসসহ একাধিক ব্যক্তি একসঙ্গে এআইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে, ফিচারটি কখন চালু হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
এদিকে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২ আপডেট নিয়ে আসার পর এই অপারেটিং সিস্টেমে একাধিক সমস্যা দেখা যায়। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে এই সংস্করণ। এসব ত্রুটির ফলে পিসিগুলোতে অডিও, ব্লুটুথ, ওয়েবক্যামসহ আরও নানা সমস্যা দেখা গেছে। এসব ত্রুটির কথা মাইক্রোসফটও স্বীকার করেছে।
তাই আরও নির্ঝঞ্ঝাটে উইন্ডোজ ব্যবহারের সুবিধা দিতে এআই সিস্টেমটি তৈরির উদ্যোগ নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
উইন্ডোজ ১১-এর সফটওয়্যারগুলোর ত্রুটি সারাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করছে মাইক্রোসফট। বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে ত্রুটি শনাক্ত করে সমস্যা সমাধানে দক্ষভাবে কাজ করবে এই সিস্টেম। এ ছাড়া কোপাইলটকে আরও একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে টেক জায়ান্টটি।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘এমএসপাওয়ার উইজার’-এর কাছে পৌঁছেছে মাইক্রোসফটের একটি পেমেন্ট নথি। চলতি মাসের ফেব্রুয়ারিতে পেটেন্টটি প্রকাশ পায়। এটি একটি ২৫ পৃষ্ঠার নথি। সিস্টেমটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই নথিতে রয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, নতুন এআই সিস্টেমটি সমস্যাগুলো শনাক্ত করবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া প্রস্তাব করবে বা প্রয়োগ করবে। যদিও এআই সিস্টেমটি ডেভেলপারদের জন্য ডিজাইন করা, সাধারণ ব্যবহারকারীরাও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সারাতে পারবে এবং ‘স্মার্ট সাপোর্ট’ পাবে। এ ছাড়া সিস্টেমটি জটিল সমস্যা সম্পর্কিত রিপোর্ট তৈরি করতে পারে, যা ডেভেলপারদের আরও দক্ষভাবে ত্রুটি সারাতে সাহায্য করবে।
এমএসপাওয়ার উইজার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশটে থেকে বোঝা যায় যে, কীভাবে এআই সিস্টেমটি বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন: পিসি ক্র্যাশের কারণ বা সফটওয়্যার কোড। এ ছাড়া, সিস্টেমটি সফটওয়্যার কোডকে সাধারণ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে এটি সাধারণ মানুষের জন্য আরও অ্যাক্সেসযোগ্য হয়। এই প্রক্রিয়ায় ত্রুটি তথ্য বিশ্লেষণ করে সমস্যাটির জন্য দায়ী কোড বা তার সঙ্গে সম্পর্কিত কোড নির্ধারণ করবে এআই।
এ ছাড়া নতুন পেটেন্টের নথি থেকে জানা যায় যে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ এবং ১০-এ কোপাইলটকে আপগ্রেড করার পরিকল্পনা করছে এবং এটি একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে। অর্থাৎ রিয়েল টাইম আপডেট এবং চ্যাট ইতিহাসসহ একাধিক ব্যক্তি একসঙ্গে এআইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে, ফিচারটি কখন চালু হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
এদিকে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২ আপডেট নিয়ে আসার পর এই অপারেটিং সিস্টেমে একাধিক সমস্যা দেখা যায়। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে এই সংস্করণ। এসব ত্রুটির ফলে পিসিগুলোতে অডিও, ব্লুটুথ, ওয়েবক্যামসহ আরও নানা সমস্যা দেখা গেছে। এসব ত্রুটির কথা মাইক্রোসফটও স্বীকার করেছে।
তাই আরও নির্ঝঞ্ঝাটে উইন্ডোজ ব্যবহারের সুবিধা দিতে এআই সিস্টেমটি তৈরির উদ্যোগ নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে