Ajker Patrika

অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর নিরাপত্তা আরও বাড়াচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর নিরাপত্তা আরও বাড়াচ্ছে গুগল

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে টেক জায়ান্ট গুগল। ফলে, ২০২৩ সালের পর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ বিষয়টি জানা গেছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছে। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়া হবে। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে। 

এই সিদ্ধান্ত অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত গুগলের ক্রোম ব্রাউজারসহ অন্য অ্যাপ্লিকেশনগুলোতে থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলো বিজ্ঞাপনের ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৩ সালের মধ্যে। 

এ দিকে, গুগলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপল অনেক আগে থেকেই ডেটা ট্র্যাক করার আগে ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপারদের অনুমতি নিতে বাধ্য করে। 

বিশ্লেষকদের ধারণা, এই খবরটি মেটার মতো সংস্থাগুলোর জন্য একটি বড় ধরনের ধাক্কা হবে, যারা ভোক্তাদের তাঁদের প্ল্যাটফর্মে ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে অনুমতি দেয় বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপারদের। 

উল্লেখ্য, বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৮৫ শতাংশই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত