যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে