যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে