Ajker Patrika

হোয়াটসঅ্যাপে আরও বেশি চ্যাট ও মেসেজ পিন করার সুবিধা এল

হোয়াটসঅ্যাপে আরও বেশি চ্যাট ও মেসেজ পিন করার সুবিধা এল

বিভিন্ন চ্যাট ও মেসেজের ভিড়ে অনেক জরুরি চ্যাট বা মেসেজ হারিয়ে যেতে পারে। প্রয়োজনের সময় সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা দূর করতে অনেক আগে থেকেই ‘পিন’ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে এবার ফিচারটির ক্ষমতা বাড়াতে কাজ করছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার সুবিধা পাওয়া যাবে। এর আগে প্ল্যাটফর্মটিতে একটি মেসেজ ও তিনটি চ্যাট পিন করার সুবিধা ছিল। 

হোয়াটসঅ্যাপের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো ফিচারটি সম্পর্কে প্রথমে জানায়। ডাব্লুএবেটাইনফো বলছে, বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা (২.২৪. ৬.১৫) সংস্করণে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছে। ফিচারটির মাধ্যমে প্রয়োজনীয় চ্যাট ও মেসেজ পিন করা যাবে ফলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো চোখের আড়াল হবে না। 

গত বছরে চ্যাট ও মেসেজ পিন করার সুবিধা নিয়ে আসে মেটা। তবে ফিচারটির কিছু সীমাবদ্ধতা ছিল। কারণ এই ফিচারে একটি মাত্র মেসেজ পিন করা যেত। আরেকটি মেসেজ পিন করার জন্য প্রথম পিন করার মেসেজটিকে আনপিন করা হতো। এরপর নতুন আরেকটি মেসেজ পিন করা যেত। তবে পরীক্ষামূলক ফিচারটি সবার জন্য উন্মুক্ত করলে ব্যবহারকারীরা একাধিক মেসেজ ও চ্যাট পিন করতে পারবে। 

বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা (২.২৪. ৬.১৫) সংস্করণে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছে। ছবি: ডাব্লুএবেটাইনফোহোয়াটসঅ্যাপে চ্যাট পিন যেভাবে করবেন 
হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করার জন্য যে চ্যাটটি পিন করতে চান সেটিতে ট্যাপ করে ধরে রাখুন ও ওপরের দিকে থাকা পিন অপশনটি নির্বাচন করুন। হোয়াটসঅ্যাপের স্ট্যাবল সংস্করণের ব্যবহারকারীরা তিনটি চ্যাট পর্যন্ত পিন করতে পারে এবং নির্বাচিত বেটা সংস্করণের ব্যবহারকারীরা পাঁচটি চ্যাট পর্যন্ত পিন করতে পারে। একটি নতুন চ্যাট পিন করতে একটি পুরোনো চ্যাট আনপিন করতে হবে। 

হোয়াটসঅ্যাপে মেসেজ পিন যেভাবে করবেন 

হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করার জন্য যে মেসেজটি পিন করতে চান সেটিতে ট্যাপ করে ধরে রাখুন ও ওপরের দিকে থাকা পিন অপশনটি নির্বাচন করুন। হোয়াটসঅ্যাপের স্ট্যাবল সংস্করণের ব্যবহারকারীরা একটি মেসেজ পিন করতে পারে এবং নির্বাচিত বেটা সংস্করণের ব্যবহারকারীরা তিনটি চ্যাট পর্যন্ত একইসময়ে পিন করতে পারে। মেসেজে পিন করার ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি মেসেজ ৩০ দিন পর্যন্ত পিন করতে পারবেন। 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত