অনলাইন ডেস্ক
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১৯ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
২১ ঘণ্টা আগে