আজকের পত্রিকা ডেস্ক
কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’
তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।
কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ডিজিটাল নিয়ম সহজ করতে কিছু প্রস্তাব আনা হবে। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য রিপোর্টিং বাধ্যবাধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে কিছু কোম্পানি বলছে, এই আইন মানতে গিয়ে প্রচুর খরচ ও কঠিন বিধিনিষেধ মোকাবিলা করতে হবে। আর এখন পর্যন্ত এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।
তথ্যসূত্র: রয়টার্স
কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’
তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।
কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ডিজিটাল নিয়ম সহজ করতে কিছু প্রস্তাব আনা হবে। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য রিপোর্টিং বাধ্যবাধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে কিছু কোম্পানি বলছে, এই আইন মানতে গিয়ে প্রচুর খরচ ও কঠিন বিধিনিষেধ মোকাবিলা করতে হবে। আর এখন পর্যন্ত এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।
তথ্যসূত্র: রয়টার্স
সিস্টেমের মান উন্নয়নের কাজের জন্য গ্রামীণফোনের রিচার্জ সেবা আগামীকাল শুক্রবার ১৩ থেকে বন্ধ থাকবে। এছাড়াও আরও কিছু ১৭ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট চালু থাকবে। ওয়েবসাইটে দেওয়া এক নোটিসে এ তথ্য জানায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি।
৭ ঘণ্টা আগেকিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনায় হওয়া মামলার পর এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে চ্যাটজিপিটিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের ওপেনএআইয়ের বয়স যাচাই প্রযুক্তির আওতায় আনা হবে অথবা জমা দিতে হতে পারে উপযুক্ত
১১ ঘণ্টা আগেঅ্যাপল তার সর্বশেষ আইপ্যাডওএস ২৬ আপডেটে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই আপডেটে ‘লিকুইড গ্লাস’ নামে সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা যাবে, যা পুরো ইন্টারফেসকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া মাল্টিটাস্কিং, ফাইল ব্যবস্থাপনা এবং এআই-ভিত্তিক ফিচারগুলোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
১২ ঘণ্টা আগেকনফারেন্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জুম কমিউনিকেশনস তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘জুম এআই কম্প্যানিয়ন ৩.০’ (এআই সহকারী) উন্মোচন করেছে। জুমটোপিয়া ২০২৫–এ এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এআই সহকারীর নতুন এই সংস্করণ ব্যবহারকারীদের মিটিং, কাজের তালিকা এবং গ্রাহকসেবা আরও দক্ষভাবে পরিচালনায় স
১৪ ঘণ্টা আগে