প্রযুক্তি ডেস্ক
কম্পিউটার প্রয়োজনীয় বলেই সেটি কেনার সময় দামের বিষয়টি খুব জরুরি হয়ে সামনে আসে। অফিস বা পড়াশোনাসংক্রান্ত যেকোনো কাজ অনায়াসে করা যাবে অল্প দামে এমন ডেস্কটপ পাওয়া যাবে দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে স্টারটেক লিমিটেড তাদের সম্ভারে রেখেছে এমনই কিছু ডেস্কটপ কম্পিউটার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো কাস্টম প্রি-বিল্ট ডেস্কটপ, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর। প্রসেসরে পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি। তবে ফ্যান বা কুলারের কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না।
এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড, ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে। ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে এসব ডেস্কটপ।
কম্পিউটার প্রয়োজনীয় বলেই সেটি কেনার সময় দামের বিষয়টি খুব জরুরি হয়ে সামনে আসে। অফিস বা পড়াশোনাসংক্রান্ত যেকোনো কাজ অনায়াসে করা যাবে অল্প দামে এমন ডেস্কটপ পাওয়া যাবে দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে স্টারটেক লিমিটেড তাদের সম্ভারে রেখেছে এমনই কিছু ডেস্কটপ কম্পিউটার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো কাস্টম প্রি-বিল্ট ডেস্কটপ, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর। প্রসেসরে পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি। তবে ফ্যান বা কুলারের কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না।
এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড, ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে। ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে এসব ডেস্কটপ।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে