কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।
এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’
নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।
এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’
নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।
তথ্যসূত্র: ম্যাশাবল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে