কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।
এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’
নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।
এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’
নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৬ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৬ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৬ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৮ ঘণ্টা আগে