ইতিমধ্যে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক। তবে গতকাল সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে কোম্পানিটি। এর ফলে সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে ডিপসিক।
কোম্পানিটির নতুন ‘আর১’ এআই মডেলটি বিশ্বব্যাপী সবার নজর কাড়ার পর এই হামলার শিকার হয়েছে স্টার্টআপটি। ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টটি অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রেট করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে এটি। এ ছাড়া, গুগল প্লে স্টোরেও অনেক বেশি ডাউনলোড হচ্ছে অ্যাপটি।
নিজেদের স্ট্যাটাস পেজে ডিপসিক জানিয়েছে, বেইজিং সময় অনুযায়ী গত সোমবার রাতে সমস্যাটি তদন্ত শুরু করে কোম্পানিটি। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করার পর কোম্পানিটি জানায় যে, প্ল্যাটফর্মটি বড় আকারের সাইবার হামলার শিকার হয়েছে। ডিপসিক নিবন্ধন সীমিত করলেও বিদ্যমান ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে লগ ইন করতে পারছিলেন। ডিপসিকের অ্যাপটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা ওপেনএআই-এর চ্যাটজিপিটি চ্যাটবটের মতো।
অপরদিকে, কম খরচে এবং কমসংখ্যক চিপ ব্যবহারের অ্যাপটি তৈরির করার খবরে গত সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে এনভিডিয়া কোম্পানি প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে। এনভিডিয়া যে পরিমাণ বাজারমূল্য হারিয়েছে, তা এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি। গতকাল দিনের শুরুতে বাজারের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানি ছিল এটি, যার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। কারণ গত দুই বছরে এর শেয়ার মূল্য দুই গুণ বেড়েছিল। কিন্তু দিনের শেষে এটি অ্যাপল ও মাইক্রোসফটের পরে তৃতীয় স্থানে নেমে যায়।
ডিপসিকের সাফল্যে মুগ্ধ হয়েছেন প্রযুক্তি বিনিয়োগকারীরা। কারণ মাত্র ৫ মিলিয়ন ডলার খরচ করে গুগলের জেমিনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে কোম্পানিটি। অন্যদিকে একই ধরনের চ্যাটবট তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার খরচ করেছে।
এ ছাড়া ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।
ডিপসিকের মডেলটি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাবে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এক্স প্ল্যাটফর্মে বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রেসেন বলেন, ‘ডিপসিক আর ১ হলো এআই-এর স্পুটনিক মুহূর্ত। স্পুটনিক থিম অনুসরণ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী বলেন, স্পুটনিকের মতো মুহূর্তগুলো ভালো জিনিস। আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, শুধু জেগে ওঠার সময় এসেছে।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৪ অক্টোবরে প্রথম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)। বর্তমানে ‘স্পুটনিক মুহূর্ত’ শব্দটি প্রযুক্তি বা বৈজ্ঞানিক ক্ষেত্রে এক বিপ্লবী উদ্ভাবন বা অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়।
গত সপ্তাহে ৫০০ বিলিয়ন ডলারের এআই উদ্যোগ ‘স্টারগেট’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকলের যৌথ উদ্যোগ।
তবে এই ঘোষণার তীব্র সমালোচনা করেন ট্রাম্পের সহযোগী এবং এআই উদ্যোক্তা ইলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মে ওপেনএআই এর সিইও স্যাম আল্টম্যানের সঙ্গে একটি বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। যেখানে তারা আলোচনা করেন যে, স্টারগেট প্রকল্পের পেছনে আসলেই কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে।
ফ্লোরিডায় হাউস রিপাবলিকান কনফারেন্সে ট্রাম্প বলেছেন, ডিপসিকের উত্থান মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি ‘জাগরণী সংকেত’ হওয়া উচিত। তিনি আরও বলেন, আমেরিকান কোম্পানিগুলোকে ‘বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতায় তীব্র মনোযোগ’ দিতে হবে।
তবে ট্রাম্পে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি ডিপসিক।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইতিমধ্যে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক। তবে গতকাল সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে কোম্পানিটি। এর ফলে সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে ডিপসিক।
কোম্পানিটির নতুন ‘আর১’ এআই মডেলটি বিশ্বব্যাপী সবার নজর কাড়ার পর এই হামলার শিকার হয়েছে স্টার্টআপটি। ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টটি অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রেট করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে এটি। এ ছাড়া, গুগল প্লে স্টোরেও অনেক বেশি ডাউনলোড হচ্ছে অ্যাপটি।
নিজেদের স্ট্যাটাস পেজে ডিপসিক জানিয়েছে, বেইজিং সময় অনুযায়ী গত সোমবার রাতে সমস্যাটি তদন্ত শুরু করে কোম্পানিটি। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করার পর কোম্পানিটি জানায় যে, প্ল্যাটফর্মটি বড় আকারের সাইবার হামলার শিকার হয়েছে। ডিপসিক নিবন্ধন সীমিত করলেও বিদ্যমান ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে লগ ইন করতে পারছিলেন। ডিপসিকের অ্যাপটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা ওপেনএআই-এর চ্যাটজিপিটি চ্যাটবটের মতো।
অপরদিকে, কম খরচে এবং কমসংখ্যক চিপ ব্যবহারের অ্যাপটি তৈরির করার খবরে গত সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে এনভিডিয়া কোম্পানি প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে। এনভিডিয়া যে পরিমাণ বাজারমূল্য হারিয়েছে, তা এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি। গতকাল দিনের শুরুতে বাজারের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানি ছিল এটি, যার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। কারণ গত দুই বছরে এর শেয়ার মূল্য দুই গুণ বেড়েছিল। কিন্তু দিনের শেষে এটি অ্যাপল ও মাইক্রোসফটের পরে তৃতীয় স্থানে নেমে যায়।
ডিপসিকের সাফল্যে মুগ্ধ হয়েছেন প্রযুক্তি বিনিয়োগকারীরা। কারণ মাত্র ৫ মিলিয়ন ডলার খরচ করে গুগলের জেমিনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে কোম্পানিটি। অন্যদিকে একই ধরনের চ্যাটবট তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার খরচ করেছে।
এ ছাড়া ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।
ডিপসিকের মডেলটি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাবে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এক্স প্ল্যাটফর্মে বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রেসেন বলেন, ‘ডিপসিক আর ১ হলো এআই-এর স্পুটনিক মুহূর্ত। স্পুটনিক থিম অনুসরণ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী বলেন, স্পুটনিকের মতো মুহূর্তগুলো ভালো জিনিস। আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, শুধু জেগে ওঠার সময় এসেছে।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৪ অক্টোবরে প্রথম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)। বর্তমানে ‘স্পুটনিক মুহূর্ত’ শব্দটি প্রযুক্তি বা বৈজ্ঞানিক ক্ষেত্রে এক বিপ্লবী উদ্ভাবন বা অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়।
গত সপ্তাহে ৫০০ বিলিয়ন ডলারের এআই উদ্যোগ ‘স্টারগেট’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকলের যৌথ উদ্যোগ।
তবে এই ঘোষণার তীব্র সমালোচনা করেন ট্রাম্পের সহযোগী এবং এআই উদ্যোক্তা ইলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মে ওপেনএআই এর সিইও স্যাম আল্টম্যানের সঙ্গে একটি বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। যেখানে তারা আলোচনা করেন যে, স্টারগেট প্রকল্পের পেছনে আসলেই কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে।
ফ্লোরিডায় হাউস রিপাবলিকান কনফারেন্সে ট্রাম্প বলেছেন, ডিপসিকের উত্থান মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি ‘জাগরণী সংকেত’ হওয়া উচিত। তিনি আরও বলেন, আমেরিকান কোম্পানিগুলোকে ‘বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতায় তীব্র মনোযোগ’ দিতে হবে।
তবে ট্রাম্পে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি ডিপসিক।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১০ ঘণ্টা আগে