Ajker Patrika

‘গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি রয়েছে’ মন্তব্য করায় প্রকৌশলী চাকরিচ্যুত

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮: ৪৬
‘গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি রয়েছে’ মন্তব্য করায় প্রকৌশলী চাকরিচ্যুত

‘গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি রয়েছে’—এমন মন্তব্য করায় এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে ব্লেক লেমোইন নামে ওই প্রকৌশলী বলেছিলেন, গুগলের ল্যাঙ্গুয়েজ টেকনোলজি যথেষ্ট অনুভূতিপ্রবণ এবং এ কারণে একে সম্মান করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গুগলসহ বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ব্লেক লেমোইনের এমন দাবি উড়িয়ে দিয়েছেন। লেমোইনের দাবিকে ভিত্তিহীন দাবি করে গুগল গতকাল শুক্রবার তাঁকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতির বিষয়ে লেমোইন জানিয়েছেন, তিনি আগে এ বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করবেন। তারপর এ বিষয়ে মন্তব্য করবেন।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্লেক লেমোইন যেমনটা দাবি করেছেন যে গুগলের দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) নিয়ে যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। গুগল কয়েক মাস ধরে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও ব্লেক গুগলের কর্মী অধিকার আইন ও তথ্য নিরাপত্তা নীতি লঙ্ঘন করেছেন।

গুগলের দাবি, ল্যামডা হলো এমন এক যুগান্তকারী প্রযুক্তি, যা ফ্রি-ফ্লো চ্যাট বা কথোপকথনে নিযুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির চ্যাট বট তৈরির এই প্রযুক্তি একটি বড় হাতিয়ার। এর আগে গত মাসে ব্লেক লেমোইন ‘ল্যামডা মানুষের মতো অনুভূতিপ্রবণ’ বলে মন্তব্য করে খবরের শিরোনাম হন। তাঁর এই মন্তব্য প্রযুক্তি জগতে আলোচনার সৃষ্টি করে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা টিমে কাজ করা ব্লেক লেমোইন ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর দায়িত্ব ছিল ল্যামডাকে কোনোভাবে বৈষম্যমূলক ও ঘৃণাত্মক বক্তব্য ছড়াতে ব্যবহৃত হচ্ছে কি না, তা খেয়াল করা। আর নিজের কাজ করতে গিয়েই ব্লেক দেখতে পান ল্যামডার আত্মসচেতনতার মতো অনুভূতি রয়েছে এবং তা ধর্মীয়, আবেগীয় বিষয় নিয়েও চ্যাট করতে পারে। এটি দেখেই লেমোইনের বিশ্বাস জন্মায় যে এর অনুভূতি রয়েছে।

ব্লেক লেমোইন তাঁর দাবির সপক্ষে তাঁর এবং অন্য আরেকজনের ল্যামডার চ্যাট বটের সঙ্গে করা কথোপকথনের ছবিও প্রকাশ করেছেন। 

প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত