স্মার্টফোনে নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এর মধ্যে কিছু ছবি অন্যকে দেখাতে চান না অনেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো আইফোনেও ছবি লুকিয়ে রাখার সুবিধা রয়েছে।
আইফোনের গোপন অ্যালবামে ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কারও হাতে আপনার ডিভাইসটি থাকলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারকারীরা দেখতে পারবে না। তবে গুগল ফটোজ ব্যবহার করেও এটি করা যাবে।
অ্যাপল ফটোজের মাধ্যমে ছবি ও ভিডিও লুকাবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একটি গোপন অ্যালবাম তৈরি করা। এই অ্যালবামের আওতায় বাছাই করা ছবি ও ভিডিও রেখে পুরো অ্যালবাম লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আইফোনে ফটো অ্যালবাম চালু করুন।
২. যে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন, সেগুলোর ওপর ট্যাপ করে ধরে রেখে তা নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘হাইড’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর ছবি ও ভিডিও লুকিয়ে রাখা দরকার তা নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ছবি ও ভিডিওগুলো নিয়ে একটি লুকানো অ্যালবাম তৈরি হবে।
ছবি ও ভিডিও আনহাইড করবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো আবার ফিরিয়ে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফটোজ অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা অ্যালবাম ট্যাবে ট্যাপ করুন।
৩. এটি মেনু চালু হলে এর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এরপর ‘হিডেন’ অপশনে ট্যাপ করুন।
৪. লুকিয়ে রাখা অ্যালবামটি আনলক করতে নিজের ফেইস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন।
৫. এরপর যেসব ছবি ও ভিডিও আনহাইড করতে চান সেগুলোতে ট্যাপ করুন।
৬. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘আনহাইড’ অপশনে ক্লিক করুন।
গুগল ফটোজের মাধ্যমে
গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে এর মাধ্যমে এসব কনটেন্ট লুকিয়ে রাখতে পারবেন। ফোটোজ অ্যাপের ‘লকড ফোল্ডার’ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিজ’ অপশন নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিয়ে ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করুন। ফলে ছবির তালিকা দেখা যাবে।
৫. এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটন ট্যাপ করুন।
৬. আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিতে হবে। এরপর একটি পপআপ মেনু দেখা যাবে।
৭. মেনু থেকে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৮. আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে।
স্মার্টফোনে নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এর মধ্যে কিছু ছবি অন্যকে দেখাতে চান না অনেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো আইফোনেও ছবি লুকিয়ে রাখার সুবিধা রয়েছে।
আইফোনের গোপন অ্যালবামে ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কারও হাতে আপনার ডিভাইসটি থাকলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারকারীরা দেখতে পারবে না। তবে গুগল ফটোজ ব্যবহার করেও এটি করা যাবে।
অ্যাপল ফটোজের মাধ্যমে ছবি ও ভিডিও লুকাবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একটি গোপন অ্যালবাম তৈরি করা। এই অ্যালবামের আওতায় বাছাই করা ছবি ও ভিডিও রেখে পুরো অ্যালবাম লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আইফোনে ফটো অ্যালবাম চালু করুন।
২. যে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন, সেগুলোর ওপর ট্যাপ করে ধরে রেখে তা নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘হাইড’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর ছবি ও ভিডিও লুকিয়ে রাখা দরকার তা নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ছবি ও ভিডিওগুলো নিয়ে একটি লুকানো অ্যালবাম তৈরি হবে।
ছবি ও ভিডিও আনহাইড করবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো আবার ফিরিয়ে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফটোজ অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা অ্যালবাম ট্যাবে ট্যাপ করুন।
৩. এটি মেনু চালু হলে এর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এরপর ‘হিডেন’ অপশনে ট্যাপ করুন।
৪. লুকিয়ে রাখা অ্যালবামটি আনলক করতে নিজের ফেইস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন।
৫. এরপর যেসব ছবি ও ভিডিও আনহাইড করতে চান সেগুলোতে ট্যাপ করুন।
৬. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘আনহাইড’ অপশনে ক্লিক করুন।
গুগল ফটোজের মাধ্যমে
গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে এর মাধ্যমে এসব কনটেন্ট লুকিয়ে রাখতে পারবেন। ফোটোজ অ্যাপের ‘লকড ফোল্ডার’ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিজ’ অপশন নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিয়ে ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করুন। ফলে ছবির তালিকা দেখা যাবে।
৫. এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটন ট্যাপ করুন।
৬. আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিতে হবে। এরপর একটি পপআপ মেনু দেখা যাবে।
৭. মেনু থেকে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৮. আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৭ ঘণ্টা আগে