অনলাইন ডেস্ক
গুগলের পিক্সেল ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬ আপডেট নেওয়ার পর থেকেই কিছু ব্যবহারকারী গুরুতর ত্রুটির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আপডেটের পর পিক্সেল ফোনগুলোর নেভিগেশন বাটন ও গেসচার ঠিকমতো কাজ করছে না, যা ফোন ব্যবহারের মৌলিক অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলছে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনের বরাতে জানা গেছে, বেশ কিছু ব্যবহারকারী ‘ব্যাক’ বাটন বা অন্যান্য গেসচার প্রয়োগ করতে গেলে তা অনেক সময় দেরিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে, কখনো আবার সেগুলো একেবারেই কাজ করছে না।
রেডিটে পাওয়া একাধিক পোস্টে বলা হয়েছে, পিক্সেল ৮ মডেলে বাটনের সমস্যা, পিক্সেল ৯ প্রো এক্সএলে স্ক্রল আপ এবং পিক্সেল ৬-এ একাধিক গেসচার ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদক আরতেম রাসাকোভস্কিও জানান, অ্যান্ড্রয়েড ১৬ ইনস্টলের পর থেকে ‘ব্যাক’ (পেছনে ফেরার) গেসচার কখনো কাজ করছে, কখনো করছে না তিনি এ-সম্পর্কিত একটি স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করেছেন, যেখানে সমস্যা পরিষ্কার দেখা যাচ্ছে।
তবে এ সমস্যা সব পিক্সেল ব্যবহারকারীর ফোনে হচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৬ আপডেটের পরেও তাঁরা কোনো ধরনের সমস্যা অনুভব করেননি। যেমন—এক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর গুগল পিক্সেল ৯-এ ন্যাভিগেশন একদম ঠিকঠাক কাজ করছে।
এখনো পর্যন্ত গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে যাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁরা গুগলকে বাগ রিপোর্ট পাঠাতে পারেন। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী অনলাইনে এ বিষয়ে অভিযোগ করছেন, তাই আশা করা যায়—গুগল শিগগির এ সমস্যার সমাধানে উদ্যোগ নেবে।
এই গেসচার ও ন্যাভিগেশন সমস্যার সাময়িক সমাধান হিসেবে ফোন রিস্টার্ট দেওয়া যেতে পারে। তবে কিছুক্ষণ পর একই সমস্যা আবার ফিরে আসতে পারে।
অ্যান্ড্রয়েড ১৬-এ এসেছে বেশ কিছু নতুন ফিচার, এর মধ্যে রয়েছে ‘পিক্সেল ভিআইপি’ নামের একটি ফিচার। যা প্রিয় কন্টাক্টদের জন্য বিশেষ সুবিধা দেবে।
তথ্যসূত্র: টেকরেডার
গুগলের পিক্সেল ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬ আপডেট নেওয়ার পর থেকেই কিছু ব্যবহারকারী গুরুতর ত্রুটির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আপডেটের পর পিক্সেল ফোনগুলোর নেভিগেশন বাটন ও গেসচার ঠিকমতো কাজ করছে না, যা ফোন ব্যবহারের মৌলিক অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলছে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনের বরাতে জানা গেছে, বেশ কিছু ব্যবহারকারী ‘ব্যাক’ বাটন বা অন্যান্য গেসচার প্রয়োগ করতে গেলে তা অনেক সময় দেরিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে, কখনো আবার সেগুলো একেবারেই কাজ করছে না।
রেডিটে পাওয়া একাধিক পোস্টে বলা হয়েছে, পিক্সেল ৮ মডেলে বাটনের সমস্যা, পিক্সেল ৯ প্রো এক্সএলে স্ক্রল আপ এবং পিক্সেল ৬-এ একাধিক গেসচার ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদক আরতেম রাসাকোভস্কিও জানান, অ্যান্ড্রয়েড ১৬ ইনস্টলের পর থেকে ‘ব্যাক’ (পেছনে ফেরার) গেসচার কখনো কাজ করছে, কখনো করছে না তিনি এ-সম্পর্কিত একটি স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করেছেন, যেখানে সমস্যা পরিষ্কার দেখা যাচ্ছে।
তবে এ সমস্যা সব পিক্সেল ব্যবহারকারীর ফোনে হচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৬ আপডেটের পরেও তাঁরা কোনো ধরনের সমস্যা অনুভব করেননি। যেমন—এক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর গুগল পিক্সেল ৯-এ ন্যাভিগেশন একদম ঠিকঠাক কাজ করছে।
এখনো পর্যন্ত গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে যাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁরা গুগলকে বাগ রিপোর্ট পাঠাতে পারেন। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী অনলাইনে এ বিষয়ে অভিযোগ করছেন, তাই আশা করা যায়—গুগল শিগগির এ সমস্যার সমাধানে উদ্যোগ নেবে।
এই গেসচার ও ন্যাভিগেশন সমস্যার সাময়িক সমাধান হিসেবে ফোন রিস্টার্ট দেওয়া যেতে পারে। তবে কিছুক্ষণ পর একই সমস্যা আবার ফিরে আসতে পারে।
অ্যান্ড্রয়েড ১৬-এ এসেছে বেশ কিছু নতুন ফিচার, এর মধ্যে রয়েছে ‘পিক্সেল ভিআইপি’ নামের একটি ফিচার। যা প্রিয় কন্টাক্টদের জন্য বিশেষ সুবিধা দেবে।
তথ্যসূত্র: টেকরেডার
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে