আইপ্যাডের যত বয়স বাড়ে, তত ব্যাটারি লাইফ কমে যায়। প্রতিদিন ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায়, পূর্ণ চার্জ দেওয়ার পরও ব্যাটারি প্রত্যাশিত সময়ের আগেই ফুরিয়ে যায়। এজন্য বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। নতুন আইপ্যাড কেনার পর কিছু কৌশল অবলম্বন করলে ডিভাইসটির ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ
ব্যাটারি ভালো রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে বুঝতে হবে কী কী কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। খুব বেশি ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, সেলুলার ডেটার ওপর বেশি নির্ভরতা—এ রকম বেশ কিছু কারণে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এছাড়া খুব বড় বড় মিডিয়া ফাইল ডাউনলোড করে রাখলেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—
১. অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস: কোন কোন অ্যাপের জন্য ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় তা শনাক্তের জন্য ডিভাইসটির অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস ফিচারটি ব্যবহার করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যেতে হবে। এখান থেকে প্রতিটি অ্যাপ কতটুকু চার্জ ব্যবহার করে তা দেখে নিন। আর ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ চালু থাকে তাও শনাক্ত করুন। যেসব অ্যাপ বেশি চার্জ ব্যবহার করে সেগুলো আনইনস্টল করুন বা প্রয়োজনমতো রেস্ট্রিক করুন।
২. আইওএস আপডেট: ডিভাইসভিত্তিক সর্বশেষ আইওএস আপডেট ডাউনলোড করুন ও ইনস্টল করুন। ব্যাটারি ভালো রাখার জন্য অ্যাপল প্রায় বিভিন্ন ফিচার এসব আপডেটে যুক্ত করে।
৩. অটো লক ও স্ক্রিন ব্রাইটনেস: আইপ্যাডের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন বা অটো ব্রাইটনেস অপশনটি নির্বাচন করুন। ব্যবহারের পর আইপ্যাডের স্ক্রিন যেন তাড়াতাড়ি লক হয়ে যায় এ জন্য অটো লক ফিচারটি ব্যবহার করুন।
৪. কিবোর্ড: আইপ্যাডে অনেকেই ম্যাজিক কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করে। এগুলোও আইপ্যাডের চার্জ দ্রুত শেষ করে ফেলে। তাই কিবোর্ডের কাজ শেষে এগুলো বিচ্ছিন্ন করে রাখুন।
৫. অপ্রয়োজনীয় সংযোগ নিষ্ক্রিয় করুন: বই পড়া বা ভিডিও এডিটের মতো বিভিন্ন কাজে সাধারণত ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। তাই সেসময় ওয়াইফাই ও সেলুলার ডেটা বন্ধ করে রাখুন। এ ছাড়া ব্লুটুথ ও লোকেশনও বন্ধ রাখলে আইপ্যাডের চার্জ দীর্ঘ সময় থাকবে।
৬. ডার্ক মোড: আইপ্যাডের ডার্ক মোড ব্যবহার করলে স্ক্রিনের ব্রাইটনেস কমে যাবে ফলে চার্জ দ্রুত ফুরাবে না।
৭. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন: আইপ্যাডের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন থেকে বাছাই করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।
৮. লো পাওয়ার মোড: সেটিংস বা কন্ট্রোল সেন্টার থেকে লো পাওয়া মোড চালু করুন। এই মোডের মাধ্যমে আইপ্যাডের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা বিভিন্ন ফিচার বন্ধ হয়ে যায়।
৯. উচ্চ তাপমাত্রা: অতি গরম জায়গায় আইপ্যাড রাখা যাবে না। ডিভাইসটির কেস নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে বাতাস চলাচলের সুযোগ রয়েছে নাকি। বাইরের প্রচণ্ড গরমে আইপ্যাড কম ব্যবহার করাই ভালো।
আইপ্যাডের চার্জিংয়ের সময়ও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে—
১. অতিরিক্ত গরম জায়গায় রেখে আইপ্যাড চার্জ দেওয়া যাবে না।
২. অ্যাপলের চার্জার ও কেবল ব্যবহার করুন।
৩. ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিতে হবে। আর ৮০ শতাংশের ওপরে থাকলে চার্জ না দেওয়াই ভালো।
৪. সারা রাত ধরে চার্জ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে অ্যাইপ্যাডকে বৈদ্যুতিক সংযোগ থেকে দ্রুত বিচ্ছিন্ন করতে হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
আইপ্যাডের যত বয়স বাড়ে, তত ব্যাটারি লাইফ কমে যায়। প্রতিদিন ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায়, পূর্ণ চার্জ দেওয়ার পরও ব্যাটারি প্রত্যাশিত সময়ের আগেই ফুরিয়ে যায়। এজন্য বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। নতুন আইপ্যাড কেনার পর কিছু কৌশল অবলম্বন করলে ডিভাইসটির ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ
ব্যাটারি ভালো রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে বুঝতে হবে কী কী কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। খুব বেশি ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, সেলুলার ডেটার ওপর বেশি নির্ভরতা—এ রকম বেশ কিছু কারণে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এছাড়া খুব বড় বড় মিডিয়া ফাইল ডাউনলোড করে রাখলেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—
১. অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস: কোন কোন অ্যাপের জন্য ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় তা শনাক্তের জন্য ডিভাইসটির অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস ফিচারটি ব্যবহার করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যেতে হবে। এখান থেকে প্রতিটি অ্যাপ কতটুকু চার্জ ব্যবহার করে তা দেখে নিন। আর ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ চালু থাকে তাও শনাক্ত করুন। যেসব অ্যাপ বেশি চার্জ ব্যবহার করে সেগুলো আনইনস্টল করুন বা প্রয়োজনমতো রেস্ট্রিক করুন।
২. আইওএস আপডেট: ডিভাইসভিত্তিক সর্বশেষ আইওএস আপডেট ডাউনলোড করুন ও ইনস্টল করুন। ব্যাটারি ভালো রাখার জন্য অ্যাপল প্রায় বিভিন্ন ফিচার এসব আপডেটে যুক্ত করে।
৩. অটো লক ও স্ক্রিন ব্রাইটনেস: আইপ্যাডের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন বা অটো ব্রাইটনেস অপশনটি নির্বাচন করুন। ব্যবহারের পর আইপ্যাডের স্ক্রিন যেন তাড়াতাড়ি লক হয়ে যায় এ জন্য অটো লক ফিচারটি ব্যবহার করুন।
৪. কিবোর্ড: আইপ্যাডে অনেকেই ম্যাজিক কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করে। এগুলোও আইপ্যাডের চার্জ দ্রুত শেষ করে ফেলে। তাই কিবোর্ডের কাজ শেষে এগুলো বিচ্ছিন্ন করে রাখুন।
৫. অপ্রয়োজনীয় সংযোগ নিষ্ক্রিয় করুন: বই পড়া বা ভিডিও এডিটের মতো বিভিন্ন কাজে সাধারণত ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। তাই সেসময় ওয়াইফাই ও সেলুলার ডেটা বন্ধ করে রাখুন। এ ছাড়া ব্লুটুথ ও লোকেশনও বন্ধ রাখলে আইপ্যাডের চার্জ দীর্ঘ সময় থাকবে।
৬. ডার্ক মোড: আইপ্যাডের ডার্ক মোড ব্যবহার করলে স্ক্রিনের ব্রাইটনেস কমে যাবে ফলে চার্জ দ্রুত ফুরাবে না।
৭. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন: আইপ্যাডের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন থেকে বাছাই করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।
৮. লো পাওয়ার মোড: সেটিংস বা কন্ট্রোল সেন্টার থেকে লো পাওয়া মোড চালু করুন। এই মোডের মাধ্যমে আইপ্যাডের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা বিভিন্ন ফিচার বন্ধ হয়ে যায়।
৯. উচ্চ তাপমাত্রা: অতি গরম জায়গায় আইপ্যাড রাখা যাবে না। ডিভাইসটির কেস নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে বাতাস চলাচলের সুযোগ রয়েছে নাকি। বাইরের প্রচণ্ড গরমে আইপ্যাড কম ব্যবহার করাই ভালো।
আইপ্যাডের চার্জিংয়ের সময়ও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে—
১. অতিরিক্ত গরম জায়গায় রেখে আইপ্যাড চার্জ দেওয়া যাবে না।
২. অ্যাপলের চার্জার ও কেবল ব্যবহার করুন।
৩. ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিতে হবে। আর ৮০ শতাংশের ওপরে থাকলে চার্জ না দেওয়াই ভালো।
৪. সারা রাত ধরে চার্জ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে অ্যাইপ্যাডকে বৈদ্যুতিক সংযোগ থেকে দ্রুত বিচ্ছিন্ন করতে হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে